Home First Lead বাস-সিএনজি সংঘর্ষ: নিহত ৭

বাস-সিএনজি সংঘর্ষ: নিহত ৭

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে।

শুক্রবার ( ৪ ডিসেম্বর ) দুপুর সোয়া ৩ টার দিকে ইউনিয়নের মূলকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাসমত উল্লাহ।

তিনি বলেন, দুপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ছয় এবং হাসপাতালে একজন মারা যায়।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি। আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে।

-বিজনেসটুডে২৪ ডেস্ক