Home আগরতলা দিল্লিতে গৃহবন্দি মুখ্যমন্ত্রী কেজরিওয়াল!

দিল্লিতে গৃহবন্দি মুখ্যমন্ত্রী কেজরিওয়াল!

ভারতের বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ( ৮ ডিসেম্‌বর)  দেশ জুড়ে ভারত বনধ পালিত হচ্ছে। এর মধ্যেই মঙ্গলবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দি করা হয়েছে বলে আম আদমি পার্টির (এএপি) পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
দলের অভিযোগ, কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন বলেই কেন্দ্রীয় সরকারের নির্দেশে মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করা হয়েছে।
তবে কেজরিওয়ালকে গ্রেফতারের কথা অস্বীকার করেছে দিল্লির পুলিশ।

এএপির এক টুইট বার্তায় তার গৃহবন্দির কথা উল্লেখ করে বলা হয়েছে, ‘বিজেপির দখলে থাকা দিল্লি পুলিশ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়ালকে গৃহবন্দি করেছে।’
সোমবার সিংঘু সীমানায় আন্দোলনকারী কৃষকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কেজরিওয়াল।
সে কারণেই তাকে গৃহবন্দি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই মুহূর্তে তার বাসভবনে কারও প্রবেশ এবং সেখান থেকে বেরিয়ে আসার অনুমতি দেওয়া হচ্ছে না বলে তার দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

-বিজনেসটুডে২৪ ডেস্ক