Home কলকাতা নেতাজির ভাইঝি চিত্রা ঘোষ মারা গেছেন

নেতাজির ভাইঝি চিত্রা ঘোষ মারা গেছেন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইঝি তথা শরৎচন্দ্র বসুর ছোট মেয়ে চিত্রা ঘোষ মারা গেছেন। তাঁর বয়স ছিল ৯০ বছর। বৃহস্পতিবার সকালে কলকাতার পামপ্লেসের বাড়িতে প্রয়াত হয়েছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় চিত্রাদেবীর দেহ নিয়ে আসা হয় উডবার্ন পার্কের বসু পরিবারের ঐতিহাসিক বাসভবনে। এরপরে কেওড়াতলায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

নেতাজির সঙ্গে ঘনিষ্ঠ এমন ব্যক্তির সংখ্যা কমে যাচ্ছে ক্রমশই। চিত্রাদেবীর প্রয়াণে বসু পরিবারের আরও এক নক্ষত্রের পতন ঘটল। চিত্রাদেবীর স্বামী, বিশিষ্ট স্থপতি সুবিমল ঘোষ কলকাতার প্রাক্তন শেরিফ ছিলেন। বর্তমানে তাঁর ছেলেমেয়েরা রয়েছেন। বাবা শরৎচন্দ্র বসুর সান্নিধ্যে নানা ধরনের সমাজসেবামূলক কাজে তাঁর হাতেখড়ি। রাজনীতির ময়দানে এসে ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটি ও রাজ্য কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি লেডি ব্র্যাবোর্ন কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রাক্তন বিভাগীয় প্রধান চিত্রাদেবী কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়েও ক্লাস নিয়েছেন। সম্প্রতি নেতাজির বিষয়ে বিভিন্ন নথি সরকারের কাছ থেকে সাধারণের জন্য উন্মুক্ত করা হোক এই আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে করেছিলেন চিত্রাদেবী।