Home আন্তর্জাতিক সেইন্ট জর্জ চ্যাপেলে সমাহিত প্রিন্স ফিলিপ

সেইন্ট জর্জ চ্যাপেলে সমাহিত প্রিন্স ফিলিপ

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

ডিউক অব এডিনবার্গ এবং ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপকে ব্রিটেনের উইণ্ডসর দুর্গে অবস্থিত সেন্ট জর্জেস চ্যাপেলে সমাহিত করা হয়েছে।

গত ৯ এপ্রিল উইণ্ডসর কাসলে প্রিন্স ফিলিপ মারা যান। তার বয়স হয়েছিল ৯৯।

শনিবার (১৭ এপ্রিল) ব্রিটেনের সময় বিকেল তিনটায় (বাংলাদেশ সময় রাত আটটায়) রাজকীয় এই অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়।

জানা গেছে, মৃত্যুর আগে প্রিন্স ফিলিপ ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তার অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা যেন ন্যূনতম মাত্রায় রাখা হয়।

প্রিন্স ফিলি ‘র মরদেহ সাধারণ জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখা হয়নি। তবে শেষকৃত্যের অনুষ্ঠানটি টিভিতে সরাসরি সম্প্রচার হয়।

অতিথিদের তালিকায় ছিলেন রানী এলিজাবেথ ও ডিউক অব এডিনবরার পরিবারের সদস্যরা, এবং ডিউক অব এডিনবরার তিন জন জার্মান সদস্য।

এতে যোগ দেবার জন্য ডিউকের নাতি প্রিন্স হ্যারি (যিনি গত বছর রাজপরিবারের দায়িত্ব ত্যাগ করেছেন) যুক্তরাষ্ট্র থেকে ব্রিটেনে আসেন।

ইংল্যান্ডে এখন করোনাভাইরাস মহামারিজনিত যেসব বিধিনিষেধ জারি রয়েছে, তার সাথে সঙ্গতি রেখে এই শেষকৃত্যানুষ্ঠানে মাত্র ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন এবং তারা সামাজিক দূরত্ব বজায় রাখেন এবং মাস্ক পরে ছিলেন।