Home First Lead প্রবাসী আয়ে ২,৪৭৭ কোটি ডলারের রেকর্ড

প্রবাসী আয়ে ২,৪৭৭ কোটি ডলারের রেকর্ড

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: সদ্য সমাপ্ত অর্থবছরে ( ২০২০-২০২১ ) অর্থবছরে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এসেছে। এ সময়ে ২,৪৭৭ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। এই নিয়ে পরপর ৩ বছর রেকর্ড পরিমাণে রেমিটেন্স আসলো।

রেকর্ড পরিমাণে প্রবাসী আয় আসার কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা বলেছেন যে সরকার ২ শতাংশ প্রণোদনা দেওয়ায় বিদায়ী অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয় বাড়ছিল। ফলে অর্থবছর শেষে রেকর্ড পরিমাণে দেশেে এসেছে।

২০১৯-২০ অর্থবছরে ১ হাজার ৮২০ কোটি ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। সেটাও ছিল রেকর্ড। ২০১৮-১৯ অর্থবছরেও রেমিট্যান্সে রেকর্ড হয়। দেশে ১ হাজার ৬৪২ কোটি ডলার রেমিট্যান্স আসে সে অর্থবছরে।

২০২০-২১ অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসী বাংলাদেশিরা ১৯৪ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। ফলে সদ্য সমাপ্ত পুরো অর্থবছরে দেশে রেমিট্যান্স আহরণের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার।

২০২০-২১ অর্থবছরে প্রবাসীরা সরকারি ৬টি ব্যাংকের মাধ্যমে ৬১০ কোটি ৬২ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বিশেষায়িত একটি ব্যাংকে এসেছে ৪১ কোটি ৩০ লাখ ডলার। বেসরকারি ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮১৪ কোটি ৪০ লাখ ডলার। আর বিদেশি ৮ ব্যাংকে এসেছে ১১ কোটি ৪৫ লাখ ডলার।

জুন মাস শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৬৪২ কোটি ডলার। প্রতি মাসে ৪ বিলিয়ন ডলার আমদানি ব্যয় হিসেবে মজুদ এ বৈদেশিক মুদ্রা দিয়ে প্রায় ১২ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। ২০২১ সালের মধ্যেই রিজার্ভ ৫ হাজার কোটি ডলার অতিক্রম করবে বলে আশা অর্থমন্ত্রী মুস্তফা কামালের।