Home বিনোদন অমিতাভকে দেখেই অণুপ্রেরণা পান অভিষেক

অমিতাভকে দেখেই অণুপ্রেরণা পান অভিষেক

ছেলের বয়সের ফারাক ৩৪ বছর। ছেলের বয়স ৪৩। আর বাবা ৭৭ পেরিয়েছেন। তবে জোয়ান ছেলেকে সপ্তাহের প্রথম দিন মোটিভেশন দেন প্রায় ৮০-র দোরগোড়ায় পৌঁছে যাওয়া বাবা। সেলিব্রিটি পরিবারের এই বাবা-ছেলের জুটি হলেন অমিতাভ এবং অভিষেক।

জুনিয়র বচ্চনের জীবনে বিগ বি-র প্রভাব যে কতটা সেকথা এর আগে বহুবার জানিয়েছেন অভিষেক। টুইট হোক বা সাক্ষাৎকার, সব জায়গাতেই বিভিন্ন প্রসঙ্গে বারবার ঘুরে ফিরে অমিতাভ বচ্চনের কথাই বলেন তাঁর ছেলে। এবার টুইট করে জানালেন বাবাই তাঁর কাছে monday motivation। #mondaymotivation ট্যাগ দিয়ে অমিতাভের একটি ছবি শেয়ার করেছেন অভিষেক। ফারের কোট, সাদা দাড়ি। রুপোলি চুল আর স্টাইলিশ সানগ্লাসে বিগ বি লাগছেও দারুণ হ্যান্ডসাম। চুল-দাড়িতে পাক ধরেছে ঠিকই, তবে বোঝার উপায় নেই যে বয়স ছুঁয়েছে ৭৭-এর কোঠা। রবিবার ছুটির দিনের পর সোমবার কাজের দিনে স্বভাবতই একটু আলসেমি লাগে প্রায় সকলেরই। অনুমান এই তালিকায় রয়েছে অভিষেক বচ্চন নিজেও। তবে নিজেকে চাঙ্গা করতে বাবা অমিতাভই যে তাঁর মোটিভেশন একথা এবার খোলসা করে জানিয়ে দিলেন জুনিয়র বচ্চন।

কদিন আগেই ‘ব্রহ্মাস্ত্র’-র শ্যুটিং ফ্লোর থেকে ছবি শেয়ার করেছিলেন বিগ বি। সেসময় মানালিতে শ্যুটিং করছিলেন তিনি। শ্যুটিং ফ্লোরে পা দিলে বিগ বি যে এখনও বলিউডের তরুণ ব্রিগেডকেও হার মানাবেন একথা প্রায় সকলেরই জানা। অভিনয় হোক বা এনার্জি, ক্যামেরার সামনে ৭৭-এও বিগ বি আউটস্ট্যান্ডিং। তাই মাইনাস ৩ ডিগ্রি তাপমাত্রাতেও জমিয়ে শ্যুটিং করেছেন অমিতাভ। আর তাঁর লুকসে তাক লেগে গিয়েছে নেটিজেনদের।

সবকিছুর মধ্যে নজর কেড়েছিল বিগ বি চোখের সানগ্লাস। বেগুনি ফ্রেমের ডিজিটাল সানগ্লাসে ছিল লাল এবং কমলা রঙয়ের ছোঁয়া। অমিতাভের নয়া অবতার দেখে ভক্তরা বলেছিলেন, আগুন রঙা এই সানগ্লাসে দারুণ মানিয়েছে বিগ বি-কে।

Translate »