Home Uncategorized অযোধ্যা রায় পুনর্বিবেচনার আর্জি, সুপ্রিম কোর্টে মুসলিম পার্সোনাল ল বোর্ড

অযোধ্যা রায় পুনর্বিবেচনার আর্জি, সুপ্রিম কোর্টে মুসলিম পার্সোনাল ল বোর্ড

অযোধ্যা মামলার রায় ঘোষণার পরে সকলেই মনে করেছিলেন পুনর্বিবেচনার জন্য আদালতের দ্বারস্থ হবেন সুন্নি ওয়াকফ বোর্ড। কিন্তু এতদিন সে রাস্তায় হাঁটেনি তাঁরা। তবে রবিবার সারা ভারত মুসলিম পার্সোনাল ল বোর্ডের (AIMPLB) বৈঠক শেষে জানানো হয়, অযোধ্যা জমিজট মামলার রায়ের পুনর্বিবেচনার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যেতে চলেছে মুসলিম পার্সোনাল ল বোর্ড।

রবিবার বৈঠকের পর জামাত উলেমা-ই-হিন্দের তরফে মৌলানা আরশাদ মাদানি বলেন, , ” আমরা জানি পুনর্বিবেচনার আবেদন 100 শতাংশ খারিজ হয়ে যাবে, তবুও আমরা রায় পুনর্বিবেচনার আবেদন জানাব ৷ এটা আমাদের অধিকার ৷ ” পাশাপাশি তাঁর দাবি, তাঁরা ন্যায়বিচার পাননি। তাঁদের বক্তব্য, মসজিদের জমি নিয়ে অন্য জমি দেওয়া হচ্ছে তাঁদের।

সাম্প্রতিক রায়ে সুপ্রিম কোর্ট জানায়, বিতর্কিত জমিতে কোনও মুসলিম ধ্বংসাবশেষ ছিল না ৷ তবে মন্দিরের ধ্বংসাবশেষ ছিল কিনা সে বিষয়ে উপযুক্ত প্রমাণ নেই। বিতর্কিত এই মামলার রায় যায়, রামলালার পক্ষে। আর তারপরে ফের একবার অযোধ্যা মামলার রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে সারা ভারত মুসলিম পার্সোনাল ল বোর্ড।