Home First Lead অর্থবছরের ৫ মাসে চট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব ঘাটতি ৮ হাজার কোটি টাকা

অর্থবছরের ৫ মাসে চট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব ঘাটতি ৮ হাজার কোটি টাকা

চলতি অর্থ বছরের জুলাই-নভেম্বর সময়ে চট্টগ্রাম কাস্টম হাউস-এ লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতির পরিমান প্রায় ৮ হাজার কোটি টাকা।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে,  আলোচ্য ৫ মাসে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ২৫ হাজার ২৩৬ কোটি টাকা। আলোচ্য সময়ে আদায় হয়েছে ১৭ হাজার ২০৬ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি প্রায় ৮ হাজার ৩০ কোটি টাকা।

চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত অর্থাৎ চলতি অর্থবছরের ৫ মাসে দেশের ৬ কাস্টমস হাউসগুলোর মধ্যে রাজস্ব আহরণে শীর্ষে রয়েছে রাজধানীর আইসিডি কমলাপুর। আলোচ্য সময়ে আইসিডি কমলাপুরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ১১৪ কোটি টাকা। আর রাজস্ব আদায় হয়েছে ১ হাজার ২৬০ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় বেশি আদায় হয়েছে প্রায় ১৪৫ কোটি টাকা।

এনবিআরের কর্মকর্তারা বলছেন, আমদানি-রপ্তানি তুলনামূলক কমে যাওয়ায় কাস্টমস হাউসগুলোর রাজস্ব আদায় কমেছে। এছাড়া দেশে যেসব মেগা প্রকল্প হচ্ছে এসব মেশিনারিজ আমদানির ক্ষেত্রে শুল্ক সুবিধা থাকার কারণে আমদানি ভলিউম বাড়লেও রাজস্ব আদায় ঐ হারে বাড়ছে না। যার কারণে কাস্টমসে রাজস্ব আদায়ের গতি আগের তুলনায় অনেক ধীরগতি।

এ বিষয়ে জানতে চাইলে এনবিআরের কাস্টমস নীতির দায়িত্বপ্রাপ্ত সদস্য সৈয়দ মো. গোলাম কিবরিয়া বলেন, আমদানি হচ্ছে কিন্তু  কম করহারের পণ্য আমদানি আগের তুলনায় প্রায় চার-পাঁচগুণ বেড়ে গেছে। এছাড়া ১ শতাংশ ও জিরো রেটের আমদানি হচ্ছে। যার কারণে কাস্টমস হাউসগুলোর রাজস্ব আদায় কমেছে। তবে বছর শেষে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও একটি স্ট্যান্ডার্ড প্রবৃদ্ধি আহরণ সম্ভব হবে বলে জানালেন এনবিআরের এই শীর্ষ কর্মকর্তা।

 দেশের অন্যতম কাস্টমস হাউস বেনাপোলের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৪২৭ কোটি টাকা, আদায় হয়েছে ১ হাজার ২৫১ কোটি টাকা। অর্থাৎ বেনাপোলের রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ১৭৫ কোটি টাকা। চলতি অর্থবছরের ৫ মাসে ঢাকা কাস্টমসের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ১৩ কোটি টাকা, আদায় হয়েছে ১ হাজার ৮৮৪ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রা ঘাটতি দাঁড়িয়েছে ১২৮ কোটি টাকা।

মোংলা কাস্টমস হাউসের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৯৭৮ কোটি টাকা, আদায় হয়েছে ১ হাজার ৪০৮ কোটি টাকা। অর্থাৎ রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৫৬৯ কোটি টাকা। রাজধানীর অদূরে পানগাঁও কাস্টমস হাউসের লক্ষ্যমাত্রা ছিল ৬২৪ কোটি টাকা, আদায় হয়েছে ৩৭৭ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রা ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৪৬ কোটি টাকা