Home First Lead আকাশছোঁয়া অট্টালিকার সারি আগ্রাবাদ জুড়ে: চট্টগ্রামের সর্বোচ্চ ভবন ‘টাওয়ার-৭১’

আকাশছোঁয়া অট্টালিকার সারি আগ্রাবাদ জুড়ে: চট্টগ্রামের সর্বোচ্চ ভবন ‘টাওয়ার-৭১’

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: একের পর এক আকাশছোঁয়া অট্টালিকায় পাল্টে যাচ্ছে অভিজাত বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের চেহারা। বাণিজ্যিক রাজধানী, বন্দর নগরীর সবচে’ উঁচু বাণিজ্যিক ভবনটিও তৈরি হয়েছে এখানে।

কেবল তা নয়, নগরীর সর্বোচ্চ ৫টি ভবনের ৩টি আগ্রাবাদ বাণিজ্যিক এলাকাতে।

চট্টগ্রামের সর্বোচ্চ ভবন টাওয়ার-৭১

তথ্যানুসন্ধানে জানা যায়, সবচে’ উঁচু ভবনটি গড়ে ওঠেছে ৭১ আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায়। নামও টাওয়ার-৭১। এর উচ্চতা ১১৬ মিটার। দেশের চতুর্থসর্বোচ্চ ভবন এটা। এর চেয়ে উঁচু ভবন রয়েছে আর ৪টি। সবগুলো রাজধানী ঢাকায়।

টাওয়ার-৭১ নির্মাণ শুরু হয় ২০১৩ সালে। এই ভবনে ফ্লোর সংখ্যা ২৯। মাটির নিচে ফ্লোর আরও ৪টি।

আগ্রাবাদ বাণিজ্যিক এলাকাতেই চট্টগ্রামের দ্বিতীয় সর্বোচ্চ ভবন। নাম আজিজ কোর্ট ইম্পেরিয়াল। উচ্চতা ১১২ মিটার। ফ্লোর সংখ্যা ৩২। নির্মাণ শুরু হয় ২০১৪ সালে, শেষ হয় ২০১৭ সালে।

তৃতীয় সর্বোচ্চ ভবনটি হল মক্কা-মদিনা টাওয়ার। ১১০ মিটার উঁচু এই ভবন। তৈরি হয় ২০১৬ সালে। ফ্লোর রয়েছে ৩৭টি।

চট্টগ্রামের চতুর্থ সর্বোচ্চ ভবন র‌্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউ, উচ্চতা ৯২ মিটার। পঞ্চম সর্বোচ্চ ভবন সানমার টাওয়ার-১, উচ্চতা ৯১ মিটার। র‌্যাডিসনে ফ্লোর ২২ এবং সানমারে ২০টি।

আগ্রাবাদ ঢেবার তীরে চিটাগাং চেম্বারের তৈরি নয়নাভিরাম অট্টালিকাটির নাম ওয়ার্লড ট্রেড সেন্টার ( ডব্লিউটিসি )। এখন পর্যন্ত এটাই দেশের একমামত্র ওয়ার্লড ট্রেড সেন্টার। এখানে ফ্লোর ২১টি।

১৪ তলা আইউব ট্রেড সেন্টার শেখ মুজিব সড়কে।

আগ্রাবাদের অন্যতম উঁচু ভবন সেনা কল্যাণ ট্রেড সেন্টার। সেখানে চেইন হোটেল চালু হচ্ছে।

উঁচু ভবন -জয়বাংলা বাণিজ্যিক ভবন তৈরি হয়েছে টাওয়ার-৭১ এর সন্নিকটে। এরপাশে হচ্ছে ১৬ তলা গোফরান টাওয়ার।

ইট সিমেন্টের গাথুনিতে এভাবে এখানে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করা হচ্ছে আরও। তবে, কয়টা ভবন বিল্ডিং কোড মেনে তৈরি হচ্ছে তা নিয়ে সংশয় রয়েছে। বিশেষত অগ্নি নিরাপত্তার ব্যাপারে ফায়ার সার্ভিসের ছাড়পত্রের বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন বলে মনে করেন তথ্যাভিজ্ঞমহল।

কেবল মক্কা-মদিনা টাও
য়ারের সামনে নয়, সবখানে এভাবে সড়ক, ফুটপাথে ভাসমান দোকান

আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার সড়কগুলো এমনিতে সংকীর্ণ। এগুলোকে আরও সংকীর্ণ করেছে ভাসমান দোকান-পাট ও রাস্তার ওপর পার্কিং। কোথাও ফুটপাথ দিয়ে যাওয়ার উপায় নেই পথচলতি মানুষদের। ভাসমান দোকানে ছেয়ে আছে সব ফুটপাথ। সাম্প্রতিককালে ফুটপাথের পর সড়কের ওপরও দোকান বসানো হচ্ছে প্রতিদিন। মক্কা-মদিনা টাওয়ারের সামনের রাস্তার সবটা জুড়ে থাকে পুরনো ফার্নিচারের দোকান। এসবের ফাঁক ফোকড় দিয়ে চরম ভোগান্তিতে চলতে হয় গাড়ি ও পথচারিদের। যাদের দায়িত্ব সড়ক পথকে চলাচলের জন্য নির্বিঘ্ন রাখা তাদের কোন যেন মাথাব্যাথা নেই। বরং তাদের পৃষ্ঠপোষকতায় এসব ভাসমান দোকান বসে বলে অভিযোগ।

দেশের সর্বোচ্চ ৫টি ভবন:

  •  সিটি সেন্টার-১৭১ মিটার
  • বাংলাদেশ ব্যাংক ভবন-১৩৭ মিটার
  •  বনানী ডিসিসি কমপ্লেক্স-১২০ মিটার
  •   সানমুন স্টার টাওয়ার -১২০ মিটার
  •  টাওয়ার-৭১ ( চট্টগ্রাম )-১১৬ মিটার।