Home Third Lead আগুনে ব্যাপক ক্ষতি এলসিটি কাজল’র

আগুনে ব্যাপক ক্ষতি এলসিটি কাজল’র

 

যাত্রীবাহী জাহাজ এলসিটি কাজলের ব্যাপক ক্ষতি হয়েছে আগুন লেগে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন ( বিআইডব্লিউটিসি )’র এই জাহাজটি কর্ণফুলির দক্ষিণ তীরে বিএফডিসি ডকইয়ার্ডে মেরামত কাজ চলছিল।

আজ সোমবার সকাল ৯ টা ৪০ মিনিটের সময় এতে আগুন লাগে ওয়েল্ডিং কাজ করার সময়। চোখের পলকে তা গোটা জাহাজে ছড়িয়ে যায় এবং কেবিন ও অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে।

আগুনের সংবাদে ফায়ার সার্ভিস পৌঁছে। বেলা ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতির পরিমান নিরুপণ করা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক।

টেকনাফ সেন্ট মার্টিন নৌ পথে এলসিটি কাজল পর্যটন আনা নেয়া করে। প্রায় ৩ মাস ধরে কাজল মেরামতে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

বিজনেসটুডে২৪ ডেস্ক