যাত্রীবাহী জাহাজ এলসিটি কাজলের ব্যাপক ক্ষতি হয়েছে আগুন লেগে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন ( বিআইডব্লিউটিসি )’র এই জাহাজটি কর্ণফুলির দক্ষিণ তীরে বিএফডিসি ডকইয়ার্ডে মেরামত কাজ চলছিল।
আজ সোমবার সকাল ৯ টা ৪০ মিনিটের সময় এতে আগুন লাগে ওয়েল্ডিং কাজ করার সময়। চোখের পলকে তা গোটা জাহাজে ছড়িয়ে যায় এবং কেবিন ও অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে।
আগুনের সংবাদে ফায়ার সার্ভিস পৌঁছে। বেলা ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতির পরিমান নিরুপণ করা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক।
টেকনাফ সেন্ট মার্টিন নৌ পথে এলসিটি কাজল পর্যটন আনা নেয়া করে। প্রায় ৩ মাস ধরে কাজল মেরামতে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।
বিজনেসটুডে২৪ ডেস্ক