Home অন্যান্য আজ বছরের শেষদিনে সারারাত নাটক দেখবে কলকাতা

আজ বছরের শেষদিনে সারারাত নাটক দেখবে কলকাতা

সোহিনী চক্রবর্তী

কলকতা, ৩১ ডিসেম্বর: এ যেন নাটকের মহোৎসব। বছর শেষের রাতে যখন নতুন বছরকে স্বাগত জানাতে অনেকেই পার্টি-হইহুল্লোড়ে মাতবেন, সেসময় শহর কলকাতার একটা বড় অংশ নাটক দেখবেন। আজ ৩১ ডিসেম্বরের রাতেই অ্যাকাডেমিতে আয়োজিত হয়েছে এই উৎসব। রাত এগারোটা থেকে ১ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত চলবে নাটক। মঞ্চ মাতাতে উপস্থিত থাকবে বাংলার নামিদামি নাটকের দল।

নান্দীকারের ‘পৃথিবী রাস্তা শব্দ’, সংসৃতির ‘FYA NA Co.’ এবং নীল মুখোপাধ্যায়ের ‘নাটকের গান’-এর পাশাপাশি মঙ্গলবার রাতের এই বিশাল আয়োজনের মধ্যে থাকবে ‘ইচ্ছেমতো’-র মোট তিনটি নাটক। ‘বেঞ্চমার্ক’, ‘স্টোন ২.০’ এবং ‘ভালবাসার পদাবলী’। মাত্র পাঁচ বছর বয়স ‘ইচ্ছেমতো’-র। তবে বয়সে কম হলেও উৎসাহে কোনও কমতি নেই দলের প্রতিটি সদস্যের মধ্যে। ৩১-এর শীতের রাতে সারারাতব্যাপী নাটকের এই অনুষ্ঠন নিয়ে দারুণ আশাবাদী তাঁরা সকলেই। দলের অন্যতম মুখ তূর্ণা দাশের সঙ্গে আড্ডার মাঝেই উঠে এল এমন নাট্যোৎসবের পিছনে থাকা আসল গল্পটা।

হঠাৎ সারারাতব্যাপী নাটকের অনুষ্ঠান কেন?

তূর্ণা- এই চল কিন্তু আজকের নয়। বিগত কয়েক বছরে কলকাতা শহর নাটক নিয়ে এমন আয়োজন দেখেনি ঠিকই, কিন্তু আমরা বড় হয়েছি ‘নাট্য-স্বপ্ন-কল্প’ দেখে। নাট্যপ্রেমী বা নাটকের যাঁরা একদম হার্ডকোর দর্শক তাঁদের কাছে ‘নাট্য-স্বপ্ন-কল্প’ মানে নস্ট্যালজিয়া। বছর ২০ ধরে চলে আসা এই অনুষ্ঠানের উদ্যোগ নিত বিভাস চক্রবর্তীর নাটকের দল এবং আরও অনেক দল। আমি নিজেও সেখানে বেশ কয়েকবার পারফর্ম করেছি। তবে নানা কারণে গত কয়েক বছর ধরে এটা বন্ধ হয়ে গিয়েছিল। আর আমরা নাট্যপ্রেমীরা, নাটকের দর্শকরা গোটা বিষয়টাকেই ভীষণভাবে মিস করতাম। তাই এবছর এই উদ্যোগ।

নানা গল্পের মাঝে কথা হল ‘ইচ্ছেমতো’-র এবারের নাটক ‘বেঞ্চমার্ক’ নিয়ে। এডওয়ার্ড অ্যালবি’র ‘দ্য জু স্টোরি’ অবলম্বনে মঞ্চস্থ হবে এই নাটক। যেখানে বলা হয়েছে বিবাহিত জীবনে থাকা দুই নারীর বিভিন্ন ক্রাইসিসের গল্প। কলকাতার প্রেক্ষাপটেই সাজানো হয়েছে পুরো নাটকটা।

তবে খুব অদ্ভুত ভাবেই এই নাটকে অভিনয় করছেন যে দু’জন তাঁদের মধ্যে একজন অবিবাহিতা। নাটকের নির্দেশনা এবং ভাবানুবাদও করেছেন দুই অবিবাহিতই। তবে নিজেদের কাজ নিয়ে তাঁরা প্রত্যেকেই আত্মবিশ্বাসী। মঞ্চস্থ হলে এ নাটক যে হাততালি কুড়োবে হাজার টেনশনের মাঝেও সে ব্যাপারে ‘ইচ্ছেমতো’ নিশ্চিত।