Home Second Lead আল্লামা শফীর ইন্তেকাল, শনিবার জানাযা

আল্লামা শফীর ইন্তেকাল, শনিবার জানাযা

আল্লামা আহমদ শফী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: হেফাজতে ইসলামের আমির ও  হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার সদ্যবিদায়ী মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী ইন্তেকাল করেছেন।  (ইন্নালিল্লাহি…রাজিউন)। বয়স হয়েছিল ১০৪ বছর।

শনিবার বাদ জোহর হাটহাজারীতে মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় মৃত্যুবরণ করেন । আহমদ শফীর ছেলে আনাস মাদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাতে হাটহাজারী মাদ্রাসায় অসুস্থ হয়ে পড়লে আহমদ শফীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার  এয়ার এম্বুলেন্সে তাকে ঢাকায় নেয়া হয়।

আল্লামা আহমদ শফী চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন পাখিয়ারটিলা নামক গ্রামের সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মো. বরকত আলী, মা মেহেরুন্নেছা বেগম।