Home শিক্ষা পরীক্ষা দিয়েছিল মাত্র একজন, সেও অনুত্তীর্ণ

পরীক্ষা দিয়েছিল মাত্র একজন, সেও অনুত্তীর্ণ

সংগৃহীত ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

যশোরঃ  এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে সাতটি কলেজ থেকে কেউ উত্তীর্ণ হতে পারেনি।

কলেজগুলো হচ্ছে, কুষ্টিয়ার মিরপুরের কেএম আইডিয়াল কলেজ। এই কলেজ থেকে একজন পরীক্ষা দিয়েছিল।  পাস করতে পারেনি।

খুলনার তেরখাদার শাপলা কলেজ। এই কলেজ থেকেও একজন পরীক্ষা দেয়। পাস করেনি। সাতক্ষীরা সদর উপজেলার ইসলামিয়া মহিলা কলেজ। এই কলেজ থেকে তিনজন পরীক্ষা দিয়ে একজনও পাস করতে পারেনি।

মাগুরা সদরের দক্ষিণ নওয়াপাড়া সম্মিলনী কলেজ। এই কলেজ থেকে ১০ জন পরীক্ষা দিয়ে  পাস করতে পারেনি কেউই।

নড়াইল সদরের গোবরা মহিলা কলেজ। এই কলেজ থেকে দু’জন পরীক্ষা দেয়। সাতক্ষীরা সদরের সাতক্ষীরা কমার্স কলেজ। এই কলেজ থেকে দু’জন পরীক্ষা দিয়ে পাস করতে পারেনি। সাতক্ষীরা সদরের গোবরদাড়ি জোরদিয়া স্কুৃল এন্ড কলেজ। এই কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল দু’জন। পাস করতে পারেনি এদের কেউই।