Home First Lead এখন ৩২ দেশে করোনাভাইরাসের থাবা

এখন ৩২ দেশে করোনাভাইরাসের থাবা

ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

প্রাণঘাতি করোনাভাইরাস আরও দেশে ছড়িয়ে পড়েছে। এর থাবায় এ পর্যন্ত প্রাণ গেল ২৩৬০ জনের।

চীনে মারা গেছে আরও ১০৯ জন। মোট প্রাণহানির সংখ্যা ২৩৪৫।  সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে৮২৪ জন। মোট আক্রান্ত ৭৬,২৮৮ জন। ন্যাশনাল হেলথ কমিশন অব চায়না।

লেবানন ও ইসরাইলেও করোনাভাইরাস আক্রান্ত সনাক্ত হয়েছে। ঘাতক ব্যাধিটি এখন ৩২ দেশে ছড়িয়ে পড়লো। চীন ছাড়া অন্য ৩১ দেশ হলো:

দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, তাইওয়ান, ইতালি,অস্ট্রেলিয়া, ইরান, জার্মানি, ফ্রান্স, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত,  ম্যাকাও,  কানাডা, ব্রিটেন, ফিলিপাইন, ভারত, রাশিয়া, স্পেন, বেলজিয়াম, কম্বোডিয়া, মিসর, ফিনল্যান্ড, ইসরাইল, লেবানন, নেপাল, শ্রিলংকা এবং সুইডেন।