এলডিপির একাংশের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কাউন্সিল অধিবেশ শেষে ঘোষিত কমিটির সভাপতি হয়েছেন আবদুল করিম আব্বাসী ও সাধারণ সম্পাদক হয়েছেন শাহাদাত হোসেন সেলিম। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে সাবেক সংসদ সদস্য আবদুল গণিকে। আর যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছে এম এ বাশারকে।
শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এলডিপির জাতীয় কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়। আব্বাসী-সেলিমের নেতৃত্বাধীন এলডিপির এই কাউন্সিলে ৩০ জেলা থেকে সহস্রাধিক কাউন্সিলর যোগ দেন বলে জানিয়েছেন শাহাদাত হোসেন সেলিম ।
কাউন্সিলের কমিটি ঘোষণার সময় শাহাদাত হোসেন সেলিম বলেন, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
সম্প্রতি কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি থেকে বেরিয়ে এসে একই নামে নতুন দল গঠনের ঘোষণা দেন আব্দুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে নেতাকর্মীরা। এরপর এটিই তাদের প্রথম কাউন্সিল।
বিজনেসটুডে২৪ ডেস্ক