Home Second Lead ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের শাখা প্রশাখা বিস্তৃত হচ্ছে

ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের শাখা প্রশাখা বিস্তৃত হচ্ছে

বাংলাদেশে রেমিটেন্সের অন্যতম উৎস ওমান। সেখানে বিপুল সংখ্যক বাংলাদেশি নিয়োজিত চাকরি এবং ব্যবসায়। আর এই প্রবাসীদের সুখ-দুঃখের ঠিকানা বাংলাদেশ সোশ্যাল ক্লাব। ওমানে প্রবাসীদের সবচেয়ে বড় সংগঠন এই ক্লাব।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

মাস্কাট ( ওমান ): প্রবাসীদের বৃহত্তম সংগঠন রাজধানী মাস্কাটের বাংলাদেশ সোশ্যাল ক্লাবের শাখা প্রশাখা বিস্তৃত হচ্ছে। এর  আওতায় আরও দুটি শাখা খোলার অনুমোদন দিয়েছে সরকার। একটি হলো বৃহত্তর নোয়াখালী শাখা এবং অপরটি বৃহত্তর কুমিল্লা শাখা।

এখানে প্রবাসী বাংলাদেশিদের সংগঠনটির যাত্রা শুরু হয় ১৯৯৫ সালে। সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম চালানোর জন্য তৎকালীন রাষ্ট্রদূত মেজর জেনারেল আমিন আহমেদ পিএসসি, বীরবিক্রম এর সময় চালু হয় এই ক্লাব। রক্তদান এবং দুস্থদের সহায়তা করার মত দাতব্য  কাজও করে এটা। এই প্রেক্ষাপটে সালতানাত অব ওমানের সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি ক্লাব সভাপতি সিরাজুল হককে তার কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা দিয়েছে।

বাংলাদেশ সোশ্যাল ক্লাব সভাপতি সিরাজুল হক

বাংলাদেশ সোশ্যাল ক্লাবের কর্মতৎপরতা এক সময়ে মাস্কাটে সীমিত ছিল্। ২০১৭ সালে এর শাখা চালু হয় সালালায় । সিরাজুল হকের দায়িত্ব গ্রহণের পর ক্লাবের  অনুরোধে সালালায় শাখাটি খোলার অনুমোদন দেয় সরকার। ইতমধ্যে প্রবাসী বৃহত্তর নোয়াখালী এবং বৃহত্তর কুমিল্লা ও মহিলা শাখা খোলার অনুমোদন পাওয়া গেছে সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে। এর জন্য  ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সভাপতি সিরাজুল হক।  সোশ্যাল ক্লাবের অধীনে বৃহত্তর চট্টগ্রাম শাখা, স্পোর্টস শাখা, এবং যুব শাখা চালুর বিষয়টি কর্তৃপক্ষের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সালতানাত অব ওমানের সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের বিভিন্ন নির্দেশনা, আইন-কানুন সম্পর্কে প্রবাসীদের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব। সেই সঙ্গে প্রবাসীদের অর্জিত অর্থ দেশে প্রেরণের ক্ষেত্রে অবৈধ হুন্ডির পরিবর্তে ব্যাংকিং চ্যানেল ব্যবহারে উৎসাহিত করার লক্ষ্যে মাস্কাটস্থ বাংলাদেশ দূতাবাস এবং গালফ ওভারসিজ এক্সচেঞ্জ-এর সহায়তায় ওমানের বিভিন্ন স্থানে সেমিনারের আয়োজন করেছে।

প্রবাসীদের ওমানের আইন কানুন সম্পর্কে সচেতনকরা, দেশপ্রেম ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ  করা, কেউ যাতে কোন রকম অপরাধে না জড়ায় সে ব্যাপারে সতর্ক করা ইত্যাদি ক্লাবের নিয়মিত তৎপরতার অংশ। বাংলাদেশের জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করে দুতাবাস।

‘হুন্ডিকে না বলুন’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয় বাংলাদেশ দূতাবাস, ন্যাশনাল ব্যাংক অব ওমান এবং গাল্ফ ওভারসিজ-এর সহযোগিতায়। এছাড়া, ওমানের জাতীয় দিবস, বাংলাদেশের বিজয় দিবস পালন, বৈশাখী মেলা, গোল্ডকাপ টুর্ণামেন্ট এবং টি ১০ ক্রিকেট টুর্ণামেন্টও আয়োজন করে সোশ্যাল ক্লাব। ওমান ব্লাড ব্যাংকের আহ্বানে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে রক্তদান শিবিরের আয়োজন করবে   সংগঠনটি।

প্রবাসী বাংলাদেশিদের জন্য ওমান সরকারের অনুমোদনপ্রাপ্ত একমাত্র সংগঠন বাংলাদেশ সোশ্যাল ক্লাব। কর্মরত বাংলাদেশিদের নানা বিষয়ে সহায়তা দিয়ে থাকে ক্লাবটি। প্রবাসী বাংলাদেশি কেউ সমস্যা নিয়ে আসলে নানা সীমাবদ্ধতার মধ্যেও সহযোগিতা করা হয় বলে জানালেন সভাপতি সিরাজুল হক।