Home Uncategorized করোনার বলি ডায়মন্ড প্রিন্সেসে

করোনার বলি ডায়মন্ড প্রিন্সেসে

বিজনেসটুডে২৪ ডেস্ক

জাপানের ইয়োকোহোমা বন্দরের কাছে কোয়ারেন্টাইন করে রাখা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস-এ করোনাভাইরাস আক্রান্ত দু’জনের মৃত্যু হয়েছে । আরও ২৮ যাত্রীর অবস্থা সংকটাপন্ন।

দু’জনই জাপানি যা্ত্রী।

একজন পুরুষ ও অন্যজম মহিলা, দু’জনেরই বয়স আশির কোঠায়। জাহাজের আইসোলেশন কেবিনে এতদিন পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁদের। কেবিনের বাকি রোগীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।

প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে-এ ভাইরাস সংক্রামিতের সংখ্যাও বাড়ছে হুহু করে। রিপোর্ট বলছে, জাহাজের ৩,৭০০ যাত্রীর মধ্যে ৬৫০ জনই ভাইরাস আক্রান্ত। সংক্রমণ সন্দেহে আইসোলেশন কেবিনে রাখা হয়েছে আরও শতাধিক যাত্রীকে। জাহাজের ১৬০ জন ভারতীয় ক্রু মেম্বারদের মধ্যে তিনজনের সংক্রমণের কথা জানা গেছে। বাকিরাও সংক্রমণের ভয়ে বারে বারেই বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার কাতর আর্তি জানাচ্ছেন কেন্দ্রীয় সরকারকে। জাহাজে এই দুই জাপানি যাত্রীর মৃত্যুর পরে, সেই আশঙ্কা আরও তীব্র হয়েছে। মৃত্যুভয় ক্রমশ গ্রাস করছে ভারতীয় যাত্রীদের।