বিজনেসটুডে২৪: কলকতা, ২৯ডিসেম্বর
জাঁকিয়ে শীত পড়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় ইতিমধ্যেই পারদ নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। শৈত্যপ্রবাহের সতর্করা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাতেরবেলায় পারদ আরও নামতে পারে। সঙ্গে বইবে কনকনে শীতল উত্তুরে হাওয়া।
সোমবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। গত বৃহস্পতিবার এবং শুক্রবার মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে শুক্রবার বেলা বাড়ার সঙ্গেই কমে বৃষ্টির প্রকোপ। চলতি বছরের শেষ কয়েকদিন আর বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর। তবে নতুন বছরের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে আইএমডি-র ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নতুন বছরের পয়লা দিন থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পয়লা জানুয়ারি সন্ধের পর থেকেই বৃষ্টি শুরু হতে পারে। ২ তারিখ বাড়বে বৃষ্টির পরিমাণ। সেদিন দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলোয় মাঝারি বৃষ্টিপাত হবে। ৩ তারিখ সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর বেলা বাড়লে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও। সাব-হিমালয়ান অঞ্চলের উপরে থাকা পাঁচটি জেলা জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, কোচবিহার এবং কালিম্পঙে দিনের বেলা ‘কোল্ড ডে’ রাতের বেলা ‘কোল্ড ওয়েভ’ অর্থাৎ শৈত্যপ্রবাহের সতর্করা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সাধারণত কোনও দিন সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার থেকে কম হলে সেই দিনকে বলে ‘কোল্ড ডে’। ইতিমধ্যেই শিলাবৃষ্টি হয়েছে শিলিগুড়ি এবং কালিম্পঙের বেশ কিছু এলাকায়।
শনিবার কলকাতায় ছিল মরশুমের শীতলতম দিন। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.১ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস আগেই জানিয়েছিল চলতি সপ্তাহের শেষ কয়েকদিন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে। হয়েছেও তাই। তবে রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। জেলাগুলোর অবস্থা আরও বেহাল। পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম-সহ বিভিন্ন জায়গায় তাপমাত্রা নেমেছে ৭-৮ ডিগ্রি সেলসিয়াসে। উত্তুরে হাওয়ার দাপটে কাঁপছে গোটা বাংলা।