কানাডার উইন্ডসরে অনুষ্ঠিত হয়ে গেলো জমজমাট পিঠা উৎসব। গত ১৬ নভেম্বর এই উৎসবের আয়োজন করে বাংলাদেশ-কানাডা এসোসিয়েশন, উইন্ডসর-এসেক্স কমিটি। উইন্ডসরের ইপ্রেস এভিনিউর অপ্টিমিস্ট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই পিঠা উৎসবে শহরে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
উৎসবে পিঠা খাওয়ার পাশাপাশি চলে গোল টেবিল আলোচনা। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইয়াহিয়া মোল্লা। উইন্ডসরের বাঙালি কমিউনিটির জন্য এসোসিয়েশন কী কী উদ্যোগ নিতে পারে সে ব্যাপারে খোলামেলা আলোচনা করেন অংশগ্রহণকারীরা। আলোচনা সঞ্চালনা করেন ফওজিয়া বাকী।
পরে এসোসিয়েশনের বর্তমান কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সবশেষে হারুন অর রাশিদ রুমি ও ফারহানা রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ বিজ্ঞপ্তি।
বিজিনেসটুডে২৪ ডেস্ক