Home অন্যান্য কুড়িগ্রাম লকডাউনে

কুড়িগ্রাম লকডাউনে

বিজনেসটুডে২৪ সংবাদদাতা

কুড়িগ্রাম: করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় কুড়িগ্রাম জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে করোনা ভাইরাস মোকাবিলায়  জেলা কমিটির সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এই ঘোষণা দেন।

এসময়ে জরুরি সেবা ছাড়া কুড়িগ্রামের জেলায় আসা যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যানবাহন চলাচল নিয়ন্ত্রণের জন্য জেলার ১৯টি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, যেহেতু করোনা পরিস্থিতিতে কুড়িগ্রামে ইতোমধ্যেই ৪ জন শনাক্ত হয়েছেন। সার্বিক দিক বিবেচনা করে এ জেলাকে পুরোপুরি লকডাউন করা হলো।

সিভিল সার্জন, পুলিশ সুপারের প্রতিনিধিসহ কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের এক বিজ্ঞপিততে জানানো হয়, লকডাউনের সময়ে জরুরি সেবা ব্যতিত কুড়িগ্রাম জেলায় সব যানবাহন ও জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হল। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।