Home আকাশপথ কুয়াশায় বিপর্যস্ত দিল্লি: ৫০০ বিমান উড়বে দেরিতে, রুট বদল ২১টির

কুয়াশায় বিপর্যস্ত দিল্লি: ৫০০ বিমান উড়বে দেরিতে, রুট বদল ২১টির

ঘন কুয়াশার জেরে বড় বিপর্যয় রাজধানী দিল্লিতে। দিল্লি বিমানবন্দর সরকারি ভাবে জানিয়ে দিল ৫০০ বিমান নির্ধারিত সময়ের থেকে দেরিতে উড়বে। একইসঙ্গে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ২১টি বিমানের রুট বদল করা হয়েছে। বাতিল করা হয়েছে পাঁচটি ডোমেস্টিক ফ্লাইট।

কুয়াশার প্রভাব পড়েছে রেল যোগাযোগেও। একাধিক ট্রেন নির্ধারিত সময়ের থেকে অনেকটা দেরিতে ছেড়েছে। তবে হাওড়াগামী রাজধানী, পূর্বা বা দুরন্ত এক্সপ্রেস কতক্ষণ দেরিতে চলছে সে ব্যাপারে কোনও তথ্য দেয়নি পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল।

দিল্লির সড়ক যোগাযোগও কুয়াশার কারণে বিপর্যস্ত। রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ গ্রেটার নয়ডার কাছে খালে পড়ে যায় একটি গাড়ি। ওই গাড়িতে ছিলেন মোট ১১ জন যাত্রী। তাঁদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে ২ জন নাবালকও। পুলিশ সূত্রে খবর এঁরা সকলেই সম্বল জেলার বাসিন্দা। দিল্লি আসার পথে ঘটেছে দুর্ঘটনা।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘন কুয়াশার কারণেই ঘটেছে দুর্ঘটনা। সম্ভবত দৃশ্যমানতা কমে যাওয়ায় রাস্তার পাশে যে গভীর খাল রয়েছে সেটা বুঝতে পারেননি গাড়ির চালক। ফলে আচমকাই ঘটে বিপত্তি। চাকা স্কিড করে সটান খালে গিয়ে পড়ে গাড়িটি। ১১ জনের মধ্যে মৃত্যু হয়েছে ৬ জনের। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বাকি ৫ জন।

কুয়াশার পরিমাণ বৃদ্ধির সঙ্গে ক্রমশ খারাপ হচ্ছে দিল্লির বাতাসের গুণমান। দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ফের পৌঁছে গিয়েছে ‘সিভিয়ার’ ক্যাটেগরিতে। পাশাপাশি ঘন কুয়াশার ফলে সোমবার সকাল থেকেই যাতায়াতে চরম অসুবিধের মধ্যে পড়েছেন দিল্লিবাসী। সাতসকালেই গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করছেন সাধারণ মানুষ। বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ৪৮ ঘণ্টা এই তীব্র ঠান্ডার পরিবেশই থাকবে সমগ্র উত্তর ভারতে।

শীতে কাঁপছে ভারতের উত্তরাঞ্চল। ১৪ ডিসেম্বর থেকে দিল্লিতে শৈত্যপ্রবাহ এতে ক্রমান্বয়ে কমছে তাপমাত্রা। শনিবার ১১৮ বছরের রেকর্ড ভেঙে তাপমাত্রা নামে দুই দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে।

তবে রোববার দিল্লির উত্তর-পশ্চিমাঞ্চল মুনগেশপুরের তাপমাত্রা নেমে যায় এক দশমিক ৪ ডিগ্রিতে আর লদি রোডে এক দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় ব্যাহত হয় রেল, সড়ক ও উড়োজাহাজ চলাচল।

দিল্লি ও আশপাশের এলাকায় শৈত্যপ্রবাহ আরও কদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ঠান্ডা বাড়fয় বাড়ছে শীতজনিত রোগ। আক্রান্তদের রোগীদের বেশির ভাগই বৃদ্ধ ও শিশু।

শৈত্যপ্রবাহের কবলে পড়েছে নয়ডা, গাজিয়াবাদ, ফরিদাবাদ এবং গুরুগ্রামও। হিমাচলেও একই অবস্থা। পর্যটন স্পট মানালি, ধর্মশালা ও সিমলায় তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে শিলাবৃষ্টি হওয়ায় গত দুদিনে তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে।

ঠান্ডায় কাঁপছে ভূস্বর্গ কাশ্মীর। গুলমার্গ, পেহেলগামসহ একাধিক এলাকার সড়ক এখন বরফের নিচে। ১০ বছরের মধ্যে শীতলতম শ্রীনগরে তাপমাত্রা নেমেছে মাইনাস ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। পেহেলগামের তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি। লাদাখের লেহ শহরে মাইনাস ১৮ ডিগ্রিতে।

শীতে জবুথবু পাঞ্জাব-হরিয়ানাও। শীতকালীন ছুটির আগেই সব স্কুল বন্ধ করেছে হরিয়ানা সরকার। পাঞ্জাবের সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস।

রাজস্থানের পশ্চিমাঞ্চল এবং মধ্যপ্রদেশের পশ্চিমাঞ্চলে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। মাইনাসে নেমেছে রাজস্থানের মাউন্ট আবুর তাপমাত্রা।