Home আন্তর্জাতিক কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে ৭ জনের মৃত্যু

কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে ৭ জনের মৃত্যু


বিজনেসটুডে২৪ ডেস্ক

ভারতের গুজরাটে একটি কারখানায় কেমিক্যাল মজুদের ট্যাঙ্কে আগুন লেগে বিস্ফোরণে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আগুনে জীবন্ত দগ্ধ হয়েই তাদের মৃত্যু হয়েছে বলেই মনে করা হচ্ছে।

সুরাটে সচিন জিআইডিসি শিল্পাঞ্চলে হঠাৎ করেই আগুন লেগে যায় গত বুধবার ।  কেমিক্যাল মজুত করার ট্যাঙ্কে এই আগুন লাগে। সেখানেই বিস্ফোরণ হয়। এরপর সেই আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। রাত দুইটায় আগুন লাগে । কারখানায় সেই সময় কমপক্ষে ১০০জন শ্রমিক ছিলেন। ঘটনার পরপর তাদের অনেকে বের হয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ ও অন্য়ান্য় উদ্ধারকারীরা সব মিলিয়ে ২৪জনকে উদ্ধার করেছিলেন। তারা সকলেই কারখানার মধ্য়ে আটকে পড়েছিলেন। বেশিরভাগেরই শরীরের একাংশ পুড়ে গিয়েছে। আপাতত স্থানীয় হাসপাতালে ভর্তি করে তাদের চিকিৎসা চলছে। গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। কীভাবে আগুন লাগল সেটা এখনও স্পষ্ট নয়।

অশ্বিনী দেশাই নামে এক শিল্পপতি ২০১৩ সালে ওই কারখানাটি তৈরি করেছিলেন। এই শিল্প কারখানা থেকে বিভিন্ন সংস্থায় কেমিক্য়াল সরবরাহ করা হয়। গুজরাটে তাদের দুটো কারখানা রয়েছে।