Home First Lead অকথ্যভাষায় গালাগাল সেবাপ্রার্থীকে, এসআই ক্লোজড

অকথ্যভাষায় গালাগাল সেবাপ্রার্থীকে, এসআই ক্লোজড

মো. রতন মিয়া

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

নোয়াখালী: কোম্পানীগঞ্জ থানায় সেবাপ্রার্থী এক নারীকে প্রকাশ্যে গালাগাল করায় মো. রতন মিয়া নামে এক উপপরিদর্শককে (এসআই) ক্লোজ করা হয়েছে।

তাকে রবিবার রাতে জেলা পুলিশলাইনে সংযুক্ত করা হয়েছে। জানা যায়, উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ডের সেতারা বেগম নামে এক নারী থানায় অভিযোগ করলে বাজারের রেস্তোরাঁয় বসে তা সমাধানের প্রস্তাব দেন এসআই রতন মিয়া। কিন্তু তিনি এতে অস্বীকৃতি জানালে থানায় ডেকে অকথ্য ভাষায় তাকে গালাগাল করেন এসআই রতন মিয়া। পরে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়।

ভুক্তভোগী সেতারা বেগম চরকাঁকড়া ইউনিয়নের আকবর হাজিবাড়ির আবু বক্কর ছিদ্দিকের স্ত্রী।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এসআই রতন মিয়াকে রবিবার রাতেই পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।