Home Uncategorized ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষতির মুখে বিভিন্ন অঞ্চলের ফসল

ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষতির মুখে বিভিন্ন অঞ্চলের ফসল

ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষতির মুখে পড়ছে দেশের বিভিন্ন অঞ্চলের ফসলের আবাদ। এতে ১৬ জেলার ২ লাখ ৮৯ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতির আশঙ্কা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মেহেরপুর ও লক্ষ্মীপুরে আমন ধানসহ শীতকালীন সবজি নষ্ট হয়েছে। শীতকালীন সবজি, পেঁয়াজ ও আমনের ক্ষেত তলিয়ে গেছে কুষ্টিয়ায়।

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে, টানা বৃষ্টিপাতে মেহেরপুরে নুইয়ে পড়েছে আমন ধান। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, মেহেরপুরে ২৫ হাজার হেক্টর জমিতে উন্নত ও উচ্চ ফলনশীল জাতের আমন ধানের চাষ হয়েছে। তবে নিচু এলাকায় আমন ধানের ক্ষেত বেশি থাকায় কৃষকদের আশংকা আশানুরূপ ফসল মিলবে না এবারের মৌসুমে।

এদিকে, ছুটি বাতিল করে শনিবার থেকে জেলার বিভিন্ন এলাকায় কি পরিমান ফসলের ক্ষতি হয়েছে তা নিরুপনের জন্য কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে তলিয়ে গেছে লক্ষ্মীপুরের ৩০ হাজার হেক্টর জমির কাঁচা পাকা আমন ধান। এছাড়াও নষ্ট হয়েছে তিন হাজার হেক্টর জমির শীতকালীন সবজি। বৃষ্টি চলতে থাকলে ও পানি না নামলে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকায় কৃষি বিভাগ।

এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে টানা বৃষ্টির কারনে কুষ্টিয়ায় শীতকালীন আগাম সবজী, পেঁয়াজ এবং কয়েকশ হেক্টর জমির পাকা ধান ক্ষতির মুখে পড়েছে।