দিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় ফুঁসছে গোটা ভারতে। প্রতিবাদে রাজপথে নেমেছে দেশের একাধিক শহর– দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, ভোপাল, মুম্বই ইত্যাদি। কোথাও চলেছে টিয়ারগ্যাস, গুলি, জলকামান, ছোড়া হয়েছে পাথর, জ্বলেছে যানবাহন। এ সবের মধ্যেই সম্পূর্ণ অন্য এক ছবি দেখা গেল দিল্লির যন্তরমন্তরে। বিক্ষোভ-আন্দোলনরত এক দল ছাত্রছাত্রীকে দেখা গেল পুলিশকে গান গেয়ে শোনাতে, গোলাপফুল দিতে। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতে সময় লাগেনি বেশি।
রবিবার অভিযোগ ওঠে, দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী পড়ুয়াদের উপরে হামলা চালায় পুলিশ। তার পরেই দেশজুড়ে প্রতিবাদে পথে নামে ছাত্রসমাজ। সমস্ত স্তর থেকেই নিন্দার ঝড় ওঠে। অশান্ত হয়ে ওঠে সারা দেশের পরিস্থিতি। নিগ্রহের প্রতিবাদে জামিয়া মিলিয়ার পড়ুয়াদের আন্দোলনের হার্ভার্ডসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সংহতি জানিয়েছে।
এই অবস্থায় বড় বিক্ষোভের আশঙ্কায় দিল্লিতে নানা জায়গায় বন্ধ হয়ে যায় ইন্টারনেট পরিষেবা, জারি হয় ১৪৪। তার মধ্যেও পুলিশি বাধা অগ্রাহ্য করে আজ যন্তরমন্তরে জড়ো হন প্রতিবাদীরা। নাগরিকত্ব আইনের প্রতিবাদে গলা তোলেন স্লোগানে-গানে। প্রহরায় ছিল পুলিশবাহিনী।
এই সময়েই দেখা যায় কয়েক জন ছাত্রছাত্রী গোলাপ ফুল এগিয়ে দিচ্ছেন পুলিশ কর্মীদের দিকে। গাইছেন গান। গোটা দেশ যখন অশান্তির আঁচে অগ্নিগর্ভ, তখন প্রতিবাদ চলাকালীন পুলিশকে গোলাপ ফুল দেওয়ার এই দৃশ্য প্রশংসা কুড়িয়ে নেয় নেট-দুনিয়ার।
এক দিকে রণসাজে সজ্জিত হয়ে প্রহরায় মোতায়েন পুলিশ, অন্য দিকে খালি হাতে, হাসিমুখে তাদের ফুল দিচ্ছেন পড়ুয়ারা। তাঁদের বলতে শোনা গেছে, “আপনারা চাইলে আমাদের ব্যাটন চার্জ করতে পারেন যত খুশি। কিন্তু আমরা ঘৃণার বদলে ভালবাসায় বিশ্বাসী।”