Home কলকাতা চিরঘুমে সাতের দশকের ‘রাতপরী’

চিরঘুমে সাতের দশকের ‘রাতপরী’

কলকাতা: প্রথম বাঙালি ক্যাবারে ড্যান্সার মিস শেফালি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় সোদপুরের বাড়িতে মারা যান তিনি।

বয়স হয়েছিল ৭৬ বছর। বহু দিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন তিনি।

তাঁর আসল নাম আরতি দাস। তবে মিস শেফালি নামেই ঝড় তুলেছিলেন তিনি। সাতের দশকেররাতপরী বলা হতো তাঁকে। সত্যজিৎ রায়েরপ্রতিদ্বন্দীএবংসীমাবদ্ধছবিতে বিশেষ ভূমিকায় অভিনয়ও করেছিলেন তিনি।

পারিবারিক সূত্রের খবর, কিছু দিন আগে অসুস্থ হয়ে পড়ার কারণে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল মিস শেফালিকে। কয়েক দিন আগে বাড়ি ফিরেছিলেন তিনি। সুস্থ হয়ে উঠছিলেন তিনি। সামান্য হাঁটাচলাও করতেন। তিনি আজ ভোরে হঠাৎই মারা গেলেন

বিজনেসটুডে২৪ ডেস্ক