Home First Lead চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ

চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। -ফাইল ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি,

ঢাকা:

বাংলাদেশে আসার জন্য চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা  একমাসের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। তবে, আসতে পারবেন ভিসা নিয়ে। মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে আসতে হবে তাদেরকে।

করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ  রবিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাঁর মন্ত্রণালয়ে আহূত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে আসার জন্য চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ করা হয়েছে। চীনের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি আমরা। আগামী এক মাস ভিসা সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে তারা ভিসা নিয়ে আসতে পারবে। বাংলাদেশে আসতে হলে তাদের মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে আসতে হবে।

এর আগে চীনের নাগরিকদের ‘অন অ্যারাইভাল ভিসা’ দেওয়া স্থগিত করে শ্রীলংকা। করোনা ভাইরাস নিয়ে ইতোমধ্যে পুরো বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( হু )।

 গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। সেখানে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩০৪ জন। আর ১৪ হাজার ৩৮০ জন আক্রান্ত হয়েছেন ।