Home Second Lead চীনে করোনাভাইরাসে প্রাণহানি ১৬০০ ছাড়িয়েছে

চীনে করোনাভাইরাসে প্রাণহানি ১৬০০ ছাড়িয়েছে

ছবি:সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

চীনে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা পৌঁছে গেছে ১৬৩১ এ। নতুন করে সেখানে  নতুন করে ১৪৩ জনের মৃত্যু হয়েছে সেখানে।

আজ শনিবার জানানো হয়েছে, চিনের হুবেই প্রদেশে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে। বেশিরভাগ আক্রান্তও সেখানে। চিনে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৬৭,৫৩৫ ছাড়িয়ে গিয়েছে।

৩ ফেব্রুয়ারি সোমবার জানানো হয়েছিল মৃতের সংখ্যা ৩৬০। আর ৯ ফেব্রুয়ারি রবিবার রাতে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়ে যায়। সোমবার রাতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০০০। শুক্রবার রাতে মৃতের সংখ্যা ১৬৩১ ছাড়িয়ে গিয়েছে। শুধুমাত্র শুক্রবার সেখানে ১৩৯ জনের মৃত্যু হয়েছে।

বাইরে আক্রান্ত ৫৮০, মৃত ৩

চীনের বাইরে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৮০ জন। এদের মধ্যে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ফিলিপিন্স, হংকং এবং জাপানে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।