বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চুয়াডাঙ্গা: কনকনে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা।
সপ্তাহখানেক ধরে এখানে পারদের কাঁটা নিম্নমুখী। বৃহস্পতিবার সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫%। সকাল ৯ টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৮৯%। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যেক্ষনাগার সূত্রে এ তথ্য জানা গেছে। শিগগিরেই এখানে শৈত্য প্রবাহ আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষনাগারের পর্যবেক্ষকগন।