Home চেম্বার চেম্বারের স্ট্যান্ডিং সাব-কমিটির ওরিয়েন্টেশন সভা

চেম্বারের স্ট্যান্ডিং সাব-কমিটির ওরিয়েন্টেশন সভা

চেম্বারের সাব কমিটির সভায় বক্তব্য রাখছেন সভাপতি মাহবুবুল আলম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ মেয়াদের জন্য গঠিত সব স্ট্যান্ডিং সাব-কমিটির ওরিয়েন্টেশন মিটিং আজ শনিবার ১ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় ২১টি সাব-কমিটি ও ২টি প্রস্তাবিত এডহক কমিটির আহবায়ক, যুগ্ম-আহবায়ক ও সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম সভাপতিত্ব করেন।  তিনি সাব-কমিটিগুলোর কার্যপরিধি তুলে ধরেন। প্রত্যেক সেক্টরের বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ, আলাপ-আলোচনার মাধ্যমে এসব সমস্যা সমাধানের উপায় উদ্ভাবন ইত্যাদির ওপর গুরুত্বারোপ করেন।

চেম্বার সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের সমস্যা সম্পর্কে জেনে তা সাব-কমিটিতে উপস্থাপনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

তিনি স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব এমন সমস্যা চেম্বারের মাধ্যমে সমাধান করে অবশিষ্ট সমস্যা সরকারের নীতি নির্ধারণী মহলে উপস্থাপনের অনুরোধ জানান।

সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুন নেওয়াজ সেলিম সাব কমিটির কার্যক্রমের মাধ্যমে পক্ষান্তরে চেম্বারের কার্যক্রমই সমৃদ্ধ হবে উল্লেখ করে চট্টগ্রাম চেম্বার দেশের অর্থনীতিতে আরো বেশী অবদান রাখতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন।

প্রফেসর ড. সেলিম উদ্দিন বলেন-যেকোন নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে ব্যবসা-বাণিজ্য, সমাজ, পরিবেশ এবং অর্থনীতিতে কি ধরণের ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে তা বিবেচনা করা উচিত।

তিনি লিপিগত নীতিমালা ও বাস্তব প্রয়োগের মধ্যে বিদ্যমান তফাৎ চিহ্নিতকরণ ও সে অনুপাতে ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।