Home Second Lead মিসিসিপিতে নিখোঁজ বাংলাদেশি ৪ নাবিক

মিসিসিপিতে নিখোঁজ বাংলাদেশি ৪ নাবিক

নিখোঁজ নাবিকদের সন্ধানে হেলিকপ্টারে অভিযান। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বাংলাদেশ পতাকাবাহী পণ্যবাহী জাহাজ মেঘনা এডভেঞ্চার-এর  ৪ জন নাবিক মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীতে নিখোঁজ হয়ে গেছে। সোমবার স্থানীয় সময় রাত ১২টার দিকে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডকে বিষয়টি অবহিত করার পর তাদের উদ্ধারে জোর অভিযান চালানো হচ্ছে।

মিসিসিপিতে নৌ অভিযান নাবিকদের খোঁজে। ছবি সংগৃহীত

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, নিখোঁজ ৪ নাবিকদের সবাই বাংলাদেশি। তাদের বয়স ২৫, ২৯, ৩০ ও ৪৭ বছর। তবে,তাদের নাম-পরিচয় এবং নিখোঁজের বিবরণ প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জানিয়েছে, লুইজিয়ানায় বেলে চেসির কাছাকাছি মিসিসিপি নদীতে নিখোঁজদের খুঁজতে অভিযান শুরু করেছে তারা। তাদের অভিযান অব্যাহত রয়েছে। তারা এমএইচ-৬০ জেহক হেলিকপ্টার এবং ছোট নৌযান নিয়ে তল্লাশি চালাচ্ছে।

এদিকে, ঐ ৪ নাবিক নিখোঁজ না পালিয়ে গেছে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বাংলাদেশে বিভিন্ন সূত্র। তারা ধারণা করছেন যে  জাহাজ থেকে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে গেছেন।

মেঘনা এডভেঞ্চার

মেঘনা এডভেঞ্চার বাংলাদেশের মেঘনা গ্রুপের জাহাজ। এর পণ্য পরিবহন ক্ষমতা প্রায় ৬৫ হাজার মেট্রিক টন। সর্বশেষ প্রযুক্তি ও অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত এই জাহাজটি ২০১৮ সালে তৈরি।