Home First Lead রেলপথ পাহারায় ২৭০০ আনসার

রেলপথ পাহারায় ২৭০০ আনসার

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা:রেলপথ পাহারায় মোতায়েন করা হয়েছে ২৭০০ আনসার। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর আওতায় তারা নিয়োজিত। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের এ কথা জানিযেছেন রেলওয়ের ঢাকা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শফিকুর রহমান।

তিনি জানান, নাশকতার শঙ্কায় রাতের পাঁচ জোড়া লোকাল ট্রেন বন্ধ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গত ১৫ ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে ট্রেনগুলো। ট্রেনগুলো হল- ঢাকা থেকে নারায়ণগঞ্জ, ময়মনসিংহ থেকে ভূঁয়াপুর, জামালপুর থেকে সরিষাবাড়ি একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেন, উত্তরা এক্সপ্রেস ও ঈশ্বরদী রহনপুরগামী লোকাল ট্রেন। এগুলো রিমোট এরিয়া। রাত্রিকালীন ঝুঁকিপূর্ণ মনে করায় আমরা বন্ধ করেছি।

ঢাকা বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আরও বলেন, রাজনৈতিক কর্মসূচিতে নাশকতার ফলে আমরা ট্র্যাক পেট্রোলিং করছি। সেই সেই সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনী তাদের স্থাপনাগুলো দেখছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় নিরাপত্তার বিষয় দেখছে রেলওয়ে পুলিশ।