Home সারাদেশ ঠাকুরগাঁও সরকারি কলেজে রসায়ন বিভাগে ইফতার মাহফিল

ঠাকুরগাঁও সরকারি কলেজে রসায়ন বিভাগে ইফতার মাহফিল

ঠাকুরগাঁও থেকে সংবাদদাতা: ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যয়নরত রসায়ন বিভাগের  শিক্ষার্থীদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার  ( ২০এপ্রিল) রসায়ন বিভাগের বিজ্ঞান অনুষদের হলরুমের  সভা কক্ষে বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে  এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোকাররম হোসেন।

বিশেষ অতিথি  ছিলেন সহকারী অধ্যাপক  আব্দুল মতিন, মোঃ হুমায়ুন কবির,শবনম আরা সুমি ও মোঃসিদ্দীক হোসেন(ব্যাবহারিক প্রদর্শক)।
 ইফতার মাহফিলে  সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক মোকাররম হোসেন। তিনি  বলেন, এ ধরণের আয়োজন বিভাগ, কলেজসহ সকলকে ঐক্যবদ্ধ ও উৎসাহিত করে। এ ধরণের আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
ভবিষ্যতে সকল শিক্ষার্থীকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিকসহ সকল ভালো কাজের অংশীদার হবার তাগিদ দেন।
এসময় ঠাকুরগাঁও সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক -শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।