Home Second Lead ডাক্তারি পড়তে আগ্রহী বিদেশি পড়ুয়াদের প্রধান গন্তব্য উহান

ডাক্তারি পড়তে আগ্রহী বিদেশি পড়ুয়াদের প্রধান গন্তব্য উহান

ছবি: ফেসবুক থেকে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: উহান। না,এই শহরের নামটি তেমন কেউ জানতো না। গোটা বিশ্বে নামটি রাতারাতি পরিচিতি পেয়ে গেছে মারণ রোগ, করোনা ভাইরাসের উৎপত্তিস্থল হওয়ার কারণে।

চীনের হুবেই প্রদেশের রাজধানী এবং  মধ্য চীনের সবচেয়ে জনবহুল শহর উহান। শহরটি ১৯৩৭ সালে চীনের যুদ্ধকালীন রাজধানী হিসেবে কাজ করে।

বিভিন্ন দেশের ডাক্তারি পড়তে আগ্রহীদের প্রধান গন্তব্য উহান। ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পর চীন সারাবিশ্বে ছাত্র-ছাত্রীদের প্রিয় গন্তব্য। বছর খানেক আগে সেখানে ইংরেজিতে এমবিবিএস কোর্স চালু হয়েছে। তারপর থেকে বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীদের ডাক্তারি পড়ার জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে উহান। এখানে ইংরেজি ও চীনা ভাষায় দু’শতাধিক কলেজে পড়াশোনা করেন ছাত্র-ছাত্রীরা।

উহানসহ চীনে কম খরচের কারণে বিপুল সংখ্যক বিদেশি ছাত্র-ছাত্রী চিকিৎসা বিদ্যা নিয়ে পড়াশোনা করতে যান।  বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিডিএমসি) অনুমোদিত ৫২টি বিশ্ববিদ্যালয়  রয়েছে চীনে। চীনে মেডিকেল পড়ার জন্য টিউশন ফি, হোস্টেল ফি, থাকা খাওয়া সব মিলিয়ে পাঁচ বছরে ন্যূনতম ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ হয়। ব্রিটেনের থেকেও বেশি ভারতীয় পড়ুয়া রয়েছেন চীনে। ব্রিটেনে যেখানে ১৮ হাজার ১৫ জন ভারতীয় পড়ুয়া রয়েছেন, সেখানে চীনে আছেন ১৮ হাজার ১৭১ জন। বাংলাদেশের প্রচুর পড়ুয়া প্রধানত উহানের বিভিন্ন মেডিক্যাল কলেজে।

আন্তর্জাতিক পড়ুয়া টানার দিক দিয়ে ব্রিটেন এবং আমেরিকার পরেই রয়েছে চীন।