Home Uncategorized আজ বিজয়া দশমী, শারদীয় দুর্গোৎসব শেষ হচ্ছে

আজ বিজয়া দশমী, শারদীয় দুর্গোৎসব শেষ হচ্ছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: আজ মঙ্গলবার বিজয়া দশমী। সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শেষ হচ্ছে আজ।

মহালয়ার দিনে (গত ১৪ অক্টোবর) দেবী দুর্গা এসেছিলেন মর্ত্যে। ওইদিন দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। গত শনিবার মহাসপ্তমী, রবিবার মহাষ্টমী ও সোমবার মহানবমী শেষে আজ মঙ্গলবার বিজয়া দশমী উদযাপিত হচ্ছে।

পাঁচ দিন ভক্তের আকুতি, আরাধনা, পূজা ও পুষ্পাঞ্জলি নিয়ে দেবী মর্ত্য থেকে আজ ফিরে যাচ্ছেন কৈলাসে। চারদিকে বেজে উঠেছে দেবীকে বিদায়ের করুণ সুর। আজ সকালে সারা দেশের মন্ডপগুলোকে দর্পণ বিসর্জন ও বিকেলে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গোৎসব শেষ হচ্ছে। এক বছরের জন্য দেবী ফিরে যাচ্ছেন কৈলাসে। সামনে বছর ভক্তকে দর্শন দিতে আবারও তিনি মর্ত্যে আসবেন।

শাস্ত্রমতে, এবার দেবী দুর্গা কৈলাস থেকে তার সন্তান গণেশ, কার্তিক, লক্ষ্মী আর সরস্বতীকে নিয়ে ভক্তের পূজা নিতে মর্ত্যে এসেছিলেন ঘোটকে (ঘোড়ায়) চড়ে। তিনি ফিরেও যাচ্ছেন একই বাহনে।

গতকাল সোমবার দেশ জুড়ে মহাসমারোহে মহানবমী উদযাপিত হয়েছে। এদিন সকালে দুর্গা দেবীর মহানবমীবিহিত পূজার্চনা, ব্রতোপবাস ও পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হয়। বিকেলে হয় সন্ধিপূজা।