ঢাকা: নবীন স্থপতিদের অ্যাওয়ার্ড দিয়েছে কেএসআরএম।
১০ শিক্ষাপ্রতিষ্ঠানের সেরা গবেষণাপত্রের প্রকল্প প্রদর্শনীর পর জুরি বোর্ডের বিচার বিশ্লেষণের পর এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে সম্প্রতি এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
কেএসআরএম ও আইএবি’র যৌথ উদ্যোগে সেরা গবেষণাপত্রের ভিত্তিতে প্রকল্প প্রদর্শনের পর বিজয়ী নবীন স্থপতিদের এ্যাওয়ার্ড প্রদান করা হয়। স্থপতিদের উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস: বেস্ট আন্ডারগ্র্যাজুয়েট থিসিস’ শিরোনামে কর্মসূচির আওতায় দেয়া হয় এই অ্যাওয়ার্ড।
অভিজ্ঞ ও উচ্চ পর্যায়ের জুরি বোর্ড আধুনিক স্থাপত্য শৈলীর দূরদর্শিতা ও মেধা প্রকাশের ভিত্তিতে তাদের নির্বাচিত করেন।
সেরাদের মধ্যে প্রথম নির্বাচিত হয়েছেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির মো. আরমান আলম, দ্বিতীয় হয়েছেন আহছান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৃষ্টি সরকার ও তৃতীয় হয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রহমান গোলাম মাহমুদুর। এছাড়া ফাহিম হাসান ও শরীফুল আলমকে দেওয়া হয় বিশেষ সম্মাননা পুরস্কার।
বিজয়ীদের হাতে অর্থ পুরষ্কার, ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। সেরা তিন বিজয়ীর মধ্যে প্রথম বিজয়ী এক লাখ টাকার চেক, সম্মাননা ক্রেস্ট ও সনদ, দ্বিতীয় বিজয়ী ৭৫ হাজার টাকার চেক, সম্মাননা ক্রেস্ট ও সনদ এবং তৃতীয় বিজয়ী পায়েছেন ৫০ হাজার টাকার চেক, সম্মাননা ক্রেস্ট ও সনদ পেয়েছেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি এবং বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি, কেএসআরএম’র উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান, পরিচালক সারোয়ার জাহান, আইএবি’র প্রেসিডেন্ট জালাল আহমেদ এফআইএবি প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি