Home অন্যান্য নারীশক্তির সদস্যসংখ্যা শিগগির লাখে পৌঁছবে: সাংসদ এম এ লতিফ

নারীশক্তির সদস্যসংখ্যা শিগগির লাখে পৌঁছবে: সাংসদ এম এ লতিফ

স্বাধীনতা নারীশক্তির বিশাল সমাবেশ পতেঙ্গায়

চট্টগ্রাম: স্বাধীনতা নারীশক্তির সদস্য সংখ্যা শিগগির লাখে পৌঁছবে বলে আশাবাদ ব্যক্ত করলেন এর প্রতিষ্ঠাতা সাংসদ এম এ লতিফ।

আজ শুক্রবার পতেঙ্গা বাটার ফ্লাই পার্কের সম্মুখে সংগঠনের ৪১ নম্বর ওযার্ড শাখার সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। সম্মেলনে তিনি ছিলেন প্রধান অতিথি।

স্বাধীনতা নারী শক্তি’র সহকারী পরিচালক জাহিদা বেগম ৪১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আলমগীর হাসান’র সঞ্চালনায় ওয়ার্ড সম্মেলনে বক্তব্য রাখেন- ৪১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ওয়ার্ড  কাউন্সিলর আলহাজ্ব ছালেহ আহম্মদ চৌধুরী, সহ-সভাপতি ওয়াহিদুল আলম, সাধারন সম্পাদক নুরুল আলম ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগর সাধারণ সম্পাদক হাজী হাসান, স্বাধীনতা নারী শক্তির সহকারী পরিচালক শাহনাজ বেগম, রূনা আক্তার,ও ইশরাত ।

 ওয়ার্ড সম্মেলনে স্বাধীনতা নারী শক্তি’র সদস্য, ইউনিট নেত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগ এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর আহবান ও নির্দেশনায় দেশের নারী সমাজকে আত্মনির্ভর ও মর্যাদাশীল, সর্বোপরি নারী সমাজের জীবনমান উন্নয়নে চট্টগ্রাম-১১ আসনের বসবাসকারী নারীদেরকে নিয়ে “আমরা নারী, আমরা সব পারি” এবং “আমরা নারী, আমরা বল, নারী শক্তি এগিয়ে চল” স্লোগানকে ধারণ করে নারীদের কল্যাণে এম. এ. লতিফ এমপি ২০১৭ সালে ‘স্বাধীনতা নারী শক্তি’ সংগঠন প্রতিষ্ঠা করেন। স্বা

সংগঠনের গতিশীলতা বৃদ্ধিতে গত ১১ জানুয়ারি থেকে ওয়ার্ড সম্মেলন শুরু হয়। ইতোমধ্যে সংগঠনের ২৭,২৯,৩০,৩৭,৩৮ নং মোট পাঁচটি ওয়ার্ডের সম্মেলন সফল ভাবে সম্পন্ন হয়েছে।

-সংবাদ বিজ্ঞপ্তি