Home খেলাধুলা নেমারের সদ্যোজাত মেয়েকে অপহরণের চেষ্টা!

নেমারের সদ্যোজাত মেয়েকে অপহরণের চেষ্টা!

গত ৭ অক্টোবর এক কন্যাসন্তানের জন্ম দেন নেমারের বান্ধবী ব্রুনা। সোশ্যাল মিডিয়ায় তিনজনের ছবি পোস্ট করে এই খবর প্রকাশ্যে এনেছিলেন নেমার স্বয়ং। উল্লেখ্য, সম্প্রতি নেমারের হাঁটুর অপারেশন হল ব্রাজিলেই। ব্রাজিলের হয়ে খেলতে নেমে বড় চোট পেয়েছিলেন। এবার ব্রাজিলেই তাঁর অস্ত্রোপচার হল। মনে করা হচ্ছে, আপাতত বেশ কয়েকমাস তাঁকে মাঠের বাইরেই থাকতে হবে। তবে সবমিলিয়ে নেমারের সময়টা যে বেশ খারাপ যাচ্ছে, তা বলাই যায়।

বিজনেসটুডে২৪ ডেস্ক

 কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ব্রাজিলীয় ফুটবলার নেমারের বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি মাসখানেক হয়েছে। মঙ্গলবার সেই সদ্যোজাতকেই অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তদল। শেষ অবধি কিডন্যাপ করতে না পেরে বাড়িতে ভাঙচুর চালানো হয়। ঘটনাটি ঘটেছে নেমারের বান্ধবীর সাও পাওলোর বাড়িতে। তারকা ফুটবলারের মেয়েকে নিয়ে যেতে না পেরে ওই বাড়ি থেকে ঘড়ি, গয়না এবং বেশ কিছু ব্যাগ নিয়ে দুষ্কৃতীর দল পালায় বলে জানা গিয়েছে।

মঙ্গলবার সাও পাওলোতে ব্রুনার বাড়িতে যখন হামলা চালানো হয়, তখন সেখানে ছিলেন ব্রুনার মা-বাবা। সেসময় নেমারের সন্তান এবং বান্ধবী ছিলেন না। কন্যাসন্তানকে না পেয়ে রীতিমত লুটপাট চালায় তারা। পুলিশ সঙ্গে সঙ্গে এই ঘটনা নিয়ে পদক্ষেপ করেছে। সিসিটিভি খতিয়ে দেখে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। সেই ব্যক্তি ব্রুনাদের প্রতিবেশী বলে জানা গিয়েছে। মোট তিনজন দুষ্কৃতী ছিল। বাকি দু’জনকে ধরার চেষ্টা চলছে।

গত ৭ অক্টোবর এক কন্যাসন্তানের জন্ম দেন নেমারের বান্ধবী ব্রুনা। সোশ্যাল মিডিয়ায় তিনজনের ছবি পোস্ট করে এই খবর প্রকাশ্যে এনেছিলেন নেমার স্বয়ং। উল্লেখ্য, সম্প্রতি নেমারের হাঁটুর অপারেশন হল ব্রাজিলেই। ব্রাজিলের হয়ে খেলতে নেমে বড় চোট পেয়েছিলেন। এবার ব্রাজিলেই তাঁর অস্ত্রোপচার হল। মনে করা হচ্ছে, আপাতত বেশ কয়েকমাস তাঁকে মাঠের বাইরেই থাকতে হবে। তবে সবমিলিয়ে নেমারের সময়টা যে বেশ খারাপ যাচ্ছে, তা বলাই যায়।

এই চোটের কারণেই নেমার ভারতে খেলতে আসতে পারলেন না। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল হিলালের হয়ে খেলেন তিনি। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে এএফসি কাপের ম্যাচ খেলতে সেই দল সম্প্রতি ভারতে এসেছিল। সেই স্কোয়াডে থাকার কথা ছিল ব্রাজিলীয় তারকারও। কিন্তু চোটের জন্য তা হয়নি। তবে নেমারকে ছাড়াই এই ম্যাচ জিতে দেশে ফিরেছে আল হিলাল। এখন তাঁর ক্লাব এবং জাতীয় দল, সবাই-ই নেমারের ফেরার অপেক্ষায় রয়েছেন।