Home First Lead পোশাক শিল্পের মন্দাবস্থা থেকে উত্তরণে একযোগে কাজ করবে বন্ড কমিশনারেট ও...

পোশাক শিল্পের মন্দাবস্থা থেকে উত্তরণে একযোগে কাজ করবে বন্ড কমিশনারেট ও বিজিএমইএ

বন্ড কমিশনার  মোহাম্মদ মাহাবুবুজ্জামান এর সাথে বিজিএমইএ’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে নব-নিযুক্ত কাস্টমস্ বন্ড কমিশনার  মোহাম্মদ মাহাবুবুজ্জামান এর সাথে বিজিএমইএ’র নেতৃবৃন্দ আজ বুধবার সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় বিজিএমইএ-র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম বলেন,  বাংলাদেশের পোশাক শিল্প বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে। আর্ন্তজাতিক বাজারে অব্যাহতভাবে পণ্যের দর পতন, বিদেশী ক্রেতার পরিদর্শন সংস্থা একর্ড ও এলায়েন্সে -এর সংস্কার কর্মসূচী প্রতিপালন, শ্রমিকদের মজুরী ৫১% বৃদ্ধিসহ নানাবিধ অবকাঠামোগত সমস্যায় ব্যবসা পরিচালনা ব্যয় বেড়েছে প্রায় ৩০%। এ অবস্থায় ব্যবসা ধরে রাখার স্বার্থে, বর্তমানে প্রায় ৪০% রপ্তানিকারক উৎপাদন ব্যয়ের নিচে রপ্তানি  আদেশ নিচ্ছে, প্রায় ৮৭% বিদেশী ক্রেতা পণ্য মূল্য বাড়ায়নি। উৎপাদন ব্যয়ের কমে প্রায় ৫০% কারখানা পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছে। এ’প্রেক্ষিতে বিগত অর্থ বছরের তুলনায় বর্তমান অর্থ বছরের প্রথম ৬মাসে রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে (-)৬.২১%।

আরও বলেন,  চট্টগ্রামে বন্দর এবং কাস্টমস সুবিধায় তুলনামূলকভাবে খরচ কম হলেও অন্যান্য সমস্যার কারণে চট্টগ্রামের পোশাক শিল্প বর্তমানে খুবই নাজুক অবস্থায় রয়েছে। বর্তমানে মিরশ্বরাই ও আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চল, কর্ণফুলি টানেলসহ বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডে ধারাবাহিকতায় বিদেশী বিনিয়োগ সহ নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠবে। এ’ক্ষেত্রে বন্ড কমিশনারেট কর্তৃক কার্যক্রম সহজীকরণ করে বিনিয়োগ ও রপ্তানি বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

কমিশনার  মোহাম্মদ মাহাবুবুজ্জামান বলেন- জাতীয় অর্থনীতি ও আর্থসামাজিক উন্নয়ন সহ ব্যাপক কর্মসংস্থানে পোশাক শিল্পের অবদান অনস্বীকার্য। তিনি দেশীয় শিল্প হিসাবে পোশাক শিল্পে বর্তমান মন্দাবস্থা উত্তরণে বন্ড কমিশনারেট ও বিজিএমইএ ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং আমদানিকৃত পণ্য চালানে এইচএস কোড জটিলতা সৃষ্টি হলে বন্ড লাইসেন্সে এইচএস কোড সংযোজন একই কর্মদিবসে অনুমোদন প্রদান করা হবে। তিনি পারস্পরিক আলোচনা ও সহযোগিতার ভিত্তিতে বিরাজমান সমস্যা সমূহ দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দেন।

আরো বক্তব্য রাখেন- বিজিএমইএর সহ-সভাপতি এ.এম. চৌধুরী সেলিম, পরিচালক এ.এম. মাহবুব চৌধুরী, অঞ্জন শেখর দাশ, প্রাক্তন প্রথম সহ-সভাপতি  নাসিরউদ্দিন চৌধুরী, মঈনউদ্দিন আহমেদ (মিন্টু), প্রাক্তন পরিচালক ও কাস্টম বিষয়ক স্থায়ী কমিটি চেয়ারম্যান এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী। কাস্টমস বন্ড কমিশনারেট এর পক্ষে- অতিঃ কমিশনার ম. শফিউজ্জামান ও সহকারী কমিশনার সন্তোষ সরেণ।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পরিচালকবৃন্দ- মোহাম্মদ মুসা, খন্দকার বেলায়েত হোসেন, মোহাম্মদ আতিক, এনামুল আজিজ চৌধুরী ও প্রাক্তন পরিচালকবৃন্দ লিয়াকত আলী চৌধুরী, কাজী মাহাবুব উদ্দিন জুয়েল,  কাস্টম বিষয়ক স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান সর্বজনাব আবদুল আলীম আরিফ, মাহফুজুর রহমান, কমিটির সদস্য মোঃ হান্নান, ওয়াদুদ মোঃ চৌধুরী প্রমুখ এবং কাস্টম বন্ড কমিশনারেট, চট্টগ্রাম এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।- বিজ্ঞপ্তি

বিজনেসটুডে২৪ ডেস্ক