Home কলকাতা বিশ্বরেকর্ড প্রসেনজিৎ-ঋতুপর্ণার

বিশ্বরেকর্ড প্রসেনজিৎ-ঋতুপর্ণার

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

কলকাতা: বিশ্ব সিনেমার ইতিহাসেও এমন উদাহরণ দ্বিতীয়টি নেই। একজন নায়ক এবং একজন নায়িকা জুটি বেঁধে তাঁদের পঞ্চাশতম ছবিতে অভিনয় করছেন, তাও আবার টালিগঞ্জের মতো ছোট ইন্ডাস্ট্রিতে। সম্প্রতি কলকাতার এক কফি শপে হয়ে গেল সেই ছবির প্রথম পোস্টার রিলিজ। সেই জুটির নাম প্রসেনজিৎ-ঋতুপর্ণা। তাঁদের ৫০তম ছবির নাম ‘অযোগ্য’। পরিচালনায় কৌশিক গঙ্গোপাধ্যায়।

টলিউডের যে ক’টি সুপারহিট জুটি আছে, তাঁদের মধ্যে অন্যতম প্রসেনজিৎ-ঋতুপর্ণা। তাঁদের ছবি মানেই বক্স অফিসে বাম্পার হিট। একসময় টালিগঞ্জে ছিল উত্তম-সুচিত্রা যুগ। তারপরেই যারা সেই জায়গাটি নিতে পেরেছিলেন, তাঁরা হল এই জুটি। ‘মধুর মিলন’ থেকে ‘উৎসব’, ‘মায়ার বাঁধন’ থেকে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’- নানা স্বাদের, নানা ঘরানার ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। এবার সেই জুটির পঞ্চাশতম সিনেমার পালা।

মাসখানেক আগে সেই ছবির ঘোষণা করেছিলেন নির্মাতারা। ইতিমধ্যে ছবির শ্যুটিং পর্বও শেষ হয়েছে। ‘দৃষ্টিকোণ’-এর পর ফের পুরীতে গিয়ে শ্যুটিং করেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। আর এবার হয়ে গেল সিনেমার নাম ঘোষণা। সঙ্গে প্রথম ঝলকও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা। উল্লেখ্য, এর আগে প্রসেনজিৎ ও ঋতুপর্ণাকে নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় ‘দৃষ্টিকোণ’ বানিয়েছিলেন। সেটিও সুপারহিট।

উল্লেখ্য, টলিউডের এই হিট জুটিই একসময় একে অপরের সঙ্গে ছবি করা প্রায় বন্ধ করে দিয়েছিলেন। প্রায় ১৪ বছর তাঁরা জুটি বেঁধে কোনও ছবি করেননি। তবে ২০১৬ সালে শিবু-নন্দিতার ‘প্রাক্তন’ দিয়ে ফের রূপোলি পর্দায় একসঙ্গে ফেরেন তাঁরা। সেই ছবি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। এবার পালা ‘অযোগ্য’-র। বক্স অফিসে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ম্যাজিক যে এখনও ফিকে হয়ে যায়নি, সেটাই প্রমাণের পালা।