Home Second Lead ফের ইরানি কনভয়ে মার্কিন হামলা: নিহত৬

ফের ইরানি কনভয়ে মার্কিন হামলা: নিহত৬

মার্কিন সেনাবাহিনীর হামলায় ইরানি কুদস সেনাপ্রধান কাসেম সোলেমানির মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই ফের ইরানি কনভয়ে হামলা চালাল মার্কিন সেনা। শুক্রবার ভোরে বাগদাদ বিমানবন্দরের সামনেই রকেট হামলায় মৃত্যু হয় কাসেম সোলেমানির। এরপর ইরাকেই প্রস্তুতি চলছিল সোলেমানির অন্ত্যেষ্টির। কুদস সেনাপ্রধানের শেষকৃত্যে যাওয়ার সময় একটি কনভয়ের উপর হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। ইরাকে নিযুক্ত ইরানের স্বেচ্ছাসেবী সংস্থা হাশদ আল-শাবিই ছিল মূল টার্গেট।

সূত্রের খবর, দ্বিতীয় হামলায় এখনও পর্যন্ত কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবারের হামলার পর শনিবার ভোর রাতেই ফের মার্কিন সেনাবাহিনী এই আঘাত হেনেছে বলে খবর। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এই ঘটনায় আমেরিকার তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। কাসেম সোলামানির শেষকৃত্যে যাওয়ার সময় কনভয়ের উপর হামলায় ঠিক কতজন মারা গিয়েছেন সে ব্যাপারে এখনও নিশ্চিত কোনও তথ্য দিতে পারেনি ইরাকও। জানা গিয়েছে, কাসেম সোলেমানি এবং ইরানের আধাসেনার এক উচ্চপদস্থ অফিসার আবু মেহদি আল-মুহানদিসের মৃত্যুর পর শনিবার এক শোকমিছিলের আয়োজন করছিল ইরানি স্বেচ্ছাসেবী সংস্থা হাশদ আল-শাবি। কিন্তু কাসেম সোলেমানির শেষকৃত্যে পৌঁছনোর আগেই তাদের কনভয়ের উপর আঘাত হানে মার্কিন সেনা। আমেরিকার তরফে বিবৃতি পাওয়া না গেলেও ইরাকের স্থানীয় টেলিভিশঙ্গুলো এই দ্বিতীয় হামলার জন্য মার্কিন সেনাবাহিনীকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে। অনুমান, এক্ষেত্রেও ড্রোন হামলাই করেছে মার্কিন সেনাবাহিনী।

সূত্রের খবর, শুক্রবার ভোররাতে আচমকাই বাগদাদ বিমানবন্দর লক্ষ্য করে অন্তত চারটি রকেট নিক্ষেপ করা হয়। ইরাকের বিভিন্ন স্থানীয় টেলিভিশনে দেখানো হয় মার্কিন বাহিনীর হেলিকপ্টার থেকে বাগদাদ বিমানবন্দরে মোতায়েন হাশদ আল-শাবির দু’টি গাড়ি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। এরপরেই প্রকাশ্যে আসে ইরানি কুদস সেনাপ্রধান কাসেম সোলেমানির মৃত্যুর খবর। জানা যায় কাসেম সোলেমানি ছাড়াও এই হামলায় মৃত্যু হয়েছে ইরানি আধাসেনার এক উচ্চপদস্থ অফিসার আবু মেহদি আল-মুহানদিস এবং বিমানবন্দরের প্রোটোকল অফিসার মহম্মদ রেদার। এছাড়াও ইরাকের সংবাদমাধ্যম সূত্রের খবর, সোলেমানি এবং ওই অফিসার ছাড়াও বিমানবন্দরে নিযুক্ত স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির অন্তত পাঁচ জন নিহত হয়েছেন।

২৪ ঘণ্টার মধ্যে দু’বার হামলা হওয়ায় কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বাগদাদ। মোতায়েন হয়েছে প্রচুর সেনা। আরও বড় হামলার আশঙ্কায় আতঙ্কে রয়েছে ইরাকের সাধারণ মানুষ।

বিজনেসটুডে২৪ ডেস্ক