Home Uncategorized বন্দরের ১৩ নম্বর গ্যান্ট্রিক্রেন বিকল

বন্দরের ১৩ নম্বর গ্যান্ট্রিক্রেন বিকল

ফাইল ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ( এনসিটি ) ৪-এ স্থাপিত ১৩ নম্বর গ্যান্ট্রিক্রেন শনিবার রাতে আকস্মিকভাবে বিকল হয়ে পড়েছে। সেখানে নোঙর করা একটি জাহাজ থেকে কন্টেইনার খালাস ব্যাহত হচ্ছে।

এনসিটি’তে খোঁজ নিয়ে জানা যায়, রাত ৯ টা ২০ মিনিটের সময় ক্রেনটির ওয়্যার ছিঁড়ে যায়। তাতে ক্রেনটি অচল হয়ে পড়ে। গ্যান্ট্রিটি সংগ্রহের পর এখনও বছর পার হয়নি।

বন্দর সূত্রে জানা যায়, ক্রেনটি সারানো চেষ্টা চলছে। অবিলম্বে তা সচল হবে বলে আশা করা যাচ্ছে।

এনসিটি-৪ এ নোঙর করেছে লাইবেরিয় পতাকাবাহী জাহাজ পুটনাম ৯। কলম্বো থেকে ৫৮১ টিইইউস কন্টেইনার নিয়ে  বহির্নোঙরে পৌঁছে গত ২০ ফেব্রুয়ারি। এনসিটিতে নোঙর ফেলেছে গতকাল শনিবার। ৩টি গ্যান্ট্রিক্রেন দিয়ে কন্টেইনার নামানো হচ্ছিল। এরমধ্যে জাহাজের সামনে এবং পেছনের দু’টি ক্রেনে কাজ চললেও মধ্যখানে ১৩ নম্বর গ্যান্ট্রিটি বিকল হয়ে পড়ায় কন্টেইনার খালাস বন্ধ রয়েছে। সেখানে ১০৩ টিইইউস কন্টেইনার নামানোর অপেক্ষায় রয়েছে। বিকেল ৪টা পর্যন্ত সেটা সচল হয়নি।

পুটনাম৯ আগামীকাল সোমবার নোঙর তোলার সিডিউল রয়েছে। জাহাজের সব কন্টেইনার নামানোর পাশাপাশি রপ্তানি পণ্যভর্তি কন্টেইনার এবং খালি কন্টেইনার তোলার কর্মসূচি রয়েছে। ১৩ নম্বর ক্রেনটি দ্রুত সচল না হলে এক্ষেত্রে সংকট হবে বলে আশংকা করা হচ্ছে।

জাহাজের স্থানীয় এজেন্ট বিএস কার্গো এজেন্সি লিমিটেডের জেনারেল ম্যানেজার এম খায়রুল ইসলাম-এর সাথে যোগাযোগ করা হলে জানান যে বিকল হয়ে পড়া ক্রেনটি সচল হওয়ার অপেক্ষায় রয়েছেন তারা।