Home নির্বাচন বাবা পাননি, মেয়ে পেয়েছেন

বাবা পাননি, মেয়ে পেয়েছেন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য এ কে এম বেলায়েত হোসেন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। পাননি। তবে, তাঁর বড় মেয়ে হুরে আরা বেগম বিউটি সংরক্ষিত মহিলা আসনে চেয়ে পেয়েছেন। তাতে বেশ ফুরফুরে মেজাজে তিনি।

এ কে এম বেলায়েত হোসেন
হুরে আরা বেগম বিউটি

 

মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে এম রেজাউল করিমকে মনোনয়ন দেয়া প্রসঙ্গে বেলায়েত হোসেন বললেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ রাজনৈতিক সিদ্ধান্তে জনগণ পুলকিত ও আপ্লুত। আরেকবার প্রমাণ হলো-বঙ্গবন্ধু কন্যা জনগণের নর্মস বোঝেন।

মেয়েকে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন দেয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের কাছে।

বড় মেয়ে হুরে আরা বেগম বিউটি চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। সংরক্ষিত মহিলা আসন ১০ ( ওয়ার্ড নম্বর ১১, ২৫ ও ২৬ ) এ মনোনয়ন পেয়েছেন। মেয়ে যাতে প্রকৃত

জনসেবার সুযোগ পায় তার জন্য সবার দোয়া চেয়েছেন বেলায়েত হোসেন।