বিজনেসটুডে২৪ প্রতিনিধি,
ঢাকা: ব্যবসা সহজীকরণে জেপিজেড-এর কর্মপরিকল্পনা উপস্থাপন বিষয়ক এক ওয়ার্কসপ আজ বুধবার নৌ পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে।
ব্যবসা-বাণিজ্য সহজীকরণের বিষয়ে সমীক্ষা পরিচালনার জন্য জেপিজেড কন্সালটিং ( বাংলাদেশ ) লিমিটেড নৌ পরিবহন মন্ত্রণালয়ের কার্যাদেশপ্রা্প্ত সংস্থা।
মন্ত্রণালয় সূত্র জানায়, বিকেল ৩টায় অনুষ্ঠেয় ওয়ার্কসপে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন।
চট্টগ্রাম, মোংলা, পায়রা, স্থল বন্দর কর্তৃপক্ষ, চিটগাং চেম্বার, বিজিএমইএসহ স্টেকহোল্ডারহোল্ডাররা উপস্থিত থাকবেন।
বিশ্বব্যাংকের সহজ ব্যবসার সূচকে বাংলাদেশের অবস্থান ১৬৮তম। আগে ছিল ১৭৬ তম। বর্তমান র্যাংক ভাল কেবল আফগানিস্তানের চেয়ে। আফগানিস্তান ছাড়া এশিয়ার অন্য দেশগুলো বাংলাদেশের চেয়ে এগিয়ে।
র্যাংকিং ২০২১ সালের মধ্যে ডবল ডিজিটের ঘরে নিয়ে যেতে চায় সরকার।