Home অন্যান্য ১৯ বছর বয়সে কয়েক শো কোটি টাকার মালিক

১৯ বছর বয়সে কয়েক শো কোটি টাকার মালিক

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

বয়স মাত্র ১৯। নাম লিভিয়া ভয়েট। এই বয়সে তিনি মাকি কয়েক শো কোটি টাকার। বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার এখন ব্রাজিলের এই যুবতী।

সম্প্রতি প্রকাশিত ফোর্বস বিলিয়নিয়ারের তালিকা ২০২৪ অনুযায়ী, ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ছাত্র বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিনিয়ারের মুকুট জিতেছেন। তিনিই বিশ্বের সবথেকে কনিষ্ঠ মানুষ হিসেবে এই খেতাব পেয়েছেন। যা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে দুনিয়ায়। ওই যুবতীর থেকে মাত্র মাত্র দুই মাসের বড় ইতালীয় কিশোরী ক্লেমেন্ট দেল ভেচিওর-এর আগে সর্বকনিষ্ঠ বিলিনিয়ার ছিলেন। তাঁর থেকেই এই খেতাব ছিনিয়ে নিয়েছেন লিভিয়া ভয়েট নামের ওই যুবতী।