দিল্লি: আগামীকাল সোমবার ২৪ ফেব্রুয়ারি দু’দিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সঙ্গে থাকবেন স্ত্রী মেলানিয়া। এবং মেয়ে লুভাঙ্কা ও ট্রাম্প-জামাই জারেদ কুশনারও থাকার সম্ভাবনা রয়েছে।
আন্তর্জাতিক অতিথির আপ্যায়নে যাতে কোনও ত্রুটি না হয় সেইজন্য সপ্তাখানেক আগে থেকেই সাজসাজ রব পড়ে গিয়েছে গোটা রাজধানী জুড়ে। পিছিয়ে নেই মোদীর শহর গুজরাতও। কারণ ভারত দর্শনে এসে আহমেদাবাদেও যাবেন ট্রাম্প। ফলে সেখানেও সাজসাজ রব।
দুদিনের ট্রাম্পের ভারত সফরের তালিকায় রয়েছে আগ্রার তাজমহল দর্শনও। ফলে সবদিক থেকে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা সুনিশ্চিত করতে সেখানেও মোতায়েন করা হচ্ছে প্রায় ৫০০০ নিরাপত্তারক্ষীকে। সফরের প্রথম দিনে ২৪ ফেব্রুয়ারি মোদীর রাজ্য গুজরাতে যাবেন ডোনাল্ড ট্রাম্প। আমেদাবাদে সদ্য নির্মিত বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।
আগ্রার পুলিশ সুপারিটেন্ডেন্ট বোতরে রোহান প্রমোদ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে জানিয়েছেন, ২৪ ফেব্রুয়ারি আগ্রার ঐতিহাসিক তাজমহল দর্শনে আসতে পারেন সস্ত্রীক ট্রাম্প। ফলে কেন্দ্রীয় সরকারের তরফে সব দিকথেকে তাঁর নিরাপত্তার বলয় সুনিশ্চিত করতে, প্রায় পাঁচ হাজার নিরাপত্তাবাহিনীকে নামানো হচ্ছে রাজধানীর জনপথে।
তিনি আরও বলেন, ট্রাম্প সফরকালে দিল্লি থেকে আগ্রা পর্যন্ত পুরো পথ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদাড়ির জন্য মুড়ে ফেলা হয়েছে।
আগ্রায় ট্রাম্পের সফরকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি হয়েছে। আমেরিকার নিজস্ব সিক্রেট সার্ভিসের আধিকারিকদের পাশাপাশি ভারতের এনএসজি এবং আধা সামরিক বাহিনীও সর্বক্ষণ নজরদারি চালাবে। কিন্তু, আগ্রাজুড়ে বাঁদরের উৎপাত নিয়ে চরম উদ্বেগে রয়েছেন নিরাপত্তা আধিকারিকরা। আর তার জন্যই পাঁচটি হনুমানকে মোতায়েন করা হয়েছে। ওই হনুমানগুলি প্রেসিডেন্টের কনভয়ের রুটজুড়ে নজরদারি চালাবে।
রাজধানীর আইটিসি মৌর্য হোটেলে থাকবেন তিনি। হোটেলের চাণক্য স্যুইটে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে থাকবেন ডোনাল্ড ট্রাম্প। এই বিলাসবহুল হোটেলের সবচেয়ে সেরা ঘর চাণক্য স্যুইটে রাত্রিযাপন করবেন ট্রাম্প। যার ভাড়া রাতপ্রতি ৮ লক্ষ টাকা।
ট্রাম্প নাকি বেশ খাদ্যরসিক। ভারতে তাঁর খাবারের মেনুতে কী থাকছে?
জানা গিয়েছে, ট্রাম্প ও মেলানিয়ার খাবারের থালায় তাঁদের পছন্দের সব খাবার রাখার বন্দোবস্ত করা হচ্ছে। ট্রাম্পের জন্য অবশ্যই থাকবে ডায়েট কোক আর চেরি ভ্যানিলা আইসক্রিম।
তাঁদের ব্যক্তিগত ‘শেফ’ থাকবেন হোটেলেই। তাঁরা যখন যা চাইবেন, খেতে পারবেন।ঝাল, মশলা যুক্ত খাবার পছন্দ করেন না মার্কিন প্রেসিডেন্ট। সেকারণে তাঁর জন্য নতুন কিছু বিশেষ রান্না তৈরি করতে চাইছেন শেফরা। যার নাম দেওয়া হবে ‘ট্রাম্প প্লাটার’। তবে তাতে ঠিক কী কী থাকছে জানা যায়নি।
তবে শোনা যাচ্ছে, ট্রাম্প নাকি সি-ফুড খেতে পছন্দ করেন, তাই তাঁর খাবারের তালিকায় সামুদ্রিক মাছ থাকার সম্ভাবনা রয়েছে। আর মেলানিয়ার মেনু থেকে অবশ্যই বাদ থাকবে বাদা, যা তিনি একেবারেই খান না।
তাঁদের সঙ্গে আসছেন তাঁদের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। তিনি এক ইহুদিকে বিয়ে করেছেন, তাই তাঁর খাবারের তালিকায় সেই ইহুদিদের ট্র্যাডিশনাল খাবারই থাকে। ইভাঙ্কা সেসবই খাবেন বলে শোনা যাচ্ছে। সোনা বা রূপোর থালা-বাসনে তাঁরা খাবেন বলেও জানা গিয়েছে।
বিজনেসটুডে২ে৪ ডেস্ক