Home Uncategorized ভুল সিগন্যালের জেরে লালমনি এক্সপ্রেসে আগুন

ভুল সিগন্যালের জেরে লালমনি এক্সপ্রেসে আগুন

বিজনেসটটুডে২৪ আজ ঢাকা-রংপুর পথের লালমনি এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে ৭টি বগির ব্যাপক ক্ষতি হয়েছে। এসময় ট্রেনের চালকসহ কমপক্ষে ১০ জন আহত হন। সিগন্যাল ভুল হওয়ার জেরে এই দুর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে।

বিভিন্ন সূত্র জানায়, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লালমনি এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ইঞ্জিনে আগুন ধরে যায়। আর তা ছড়িয়ে পড়ে বগিতে। তাতে ইঞ্জিনসহ ৭টি বগির ব্যাপক ক্ষতি হয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা  গেছে। লালমনি এক্সপ্রেস দুপুর ২টার দিকে উল্লাপাড়া স্টেশনে প্রবেশকালে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। ফায়ার সার্ভিস অফিসার নাদির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আগুনধরা বগিগুলোর যাত্রীর প্রায় সবাই জানালার কাঁচ ভেঙ্গে  বের হয়ে আসায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

উল্লাপাড়ার ইউএনও মোহাম্মদ আরিফুজ্জামান জানান, ট্রেনটি ছিল একটি মিটারগেজ ট্রেন। কিন্তু ভুল সিগন্যালের কারণে গিয়ে উঠে ব্রডগেজ লাইনে। তাতে ঘটেছে লাইনচ্যুতির ঘটনা।

জানা যায়, সকাল ১০টা ১৫ মিনিটের সময় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে রংপুরের উদ্দেশে যাত্রা করে  ট্রেনটি। দুপুর ২টা ৪ মিনিটের সময় উল্লাপাড়া রেল স্টেশনের প্রবেশমুখ কন্ট্রোল বোর্ড বরাবর এসে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য লাইনে ঢোকার সময় হঠাৎ লাইনচ্যুত হয়ে ইঞ্জিনটি পড়ে গিয়ে আগুন ধরে যায়। এসময় পেছনের বগিগুলো সজোরে ধাক্কা খেয়ে লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে যায়। মুহূর্তেও মধ্যে আগুনের কুন্ডলিসহ ধোয়ায় আচ্ছন্ন হয় স্টেশন এলাকা। ভয়ে মানুষজন ছুটাছুটি করতে থাকে।

স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, নিদিষ্ট গতির চেয়ে বেশি গতিতে চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।