Home আন্তর্জাতিক হামাস হামলার সমর্থন করায় গ্রেপ্তার অভিনেত্রী!

হামাস হামলার সমর্থন করায় গ্রেপ্তার অভিনেত্রী!

মাইসা আবদ এলহাদি। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

ইসরায়েলের ওপর হামাসের হামলার সমর্থন! সন্ত্রাসবাদে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হল আরব-ইসরায়েলি অভিনেত্রী মাইসা আবদ এলহাদিকে।

৩৭ বছরের এই অভিনেত্রী একাধিক ইসরায়েলি শোয়ে অভিনয় করেছেন। ব্র্যাড পিট অভিনীত হলিউড ব্লকবাস্টার ‘ওয়ার্ল্ড ওয়ার Z’-এও দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি ব্রিটিশ টেলিভিশন সিরিজ ‘বাগদাদ সেন্ট্রাল’-এ অভিনয় করেছেন মাইসা।

৭ অক্টোবর গাজা স্ট্রিপ এবং ইসরায়েলের মাঝের কাঁটাতারের ওপর দিয়ে বুলডোজার চালানোর ছবি শেয়ার করেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে এই ঘটনার সঙ্গে বার্লিনের দেওয়াল ভাঙার তুলনা করেন। পাশাপাশি হামাসের হেফাজতে থাকা ৮৫ বছরের বৃদ্ধার ছবিও শেয়ার করে তাতে হাসিতে লুটিয়ে পড়ার ইমোজি দেন। এরপরই তাঁর বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ আনা হয়। এমন পোস্ট ঘিরে কড়া সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। মাইসার আইনজীবী জাফর ফারহা জানান, তাঁর বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগও আনা হয়েছে।