Home সারাদেশ প্রাইমমুভার চাপায় ৩ জন নিহত

প্রাইমমুভার চাপায় ৩ জন নিহত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

মীরসরাই (চট্টগ্রাম): শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তালবাড়ীয়া এলাকায় প্রাইমমুভার চাপায় ৩ জন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭ টার দিকে বিসিক রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটেছে। হতাহতরা এ সময়ে সেখানে কর্ণফুলী গ্যাস পাইপলাইনে কাজ করছিলেন। প্রাইমমুভারটি ৪ জনকে চাপা দেয়। তাদের দুজন ঘটনাস্থলে এবং একজন মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছে। । আহত অন্য একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি। তার অবস্থা সংকটাপন্ন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

নিহত ৩ জন হলেন মো. আলমগীর হোসেন আলম (৪৫), মো. শফিকুল ইসলাম (৪২) ও মো. মাসুদ মিয়া (৩৫) ঘটনাস্থলে নিহত হয়। আলম ও শফিকুলের বাড়ি পাবনার সুজানগর উপজেলায়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, আমাদের ধারণা, চালক ঘুমচোখে গাড়ি চালাচ্ছিলেন। চালক ও সহকারি দুর্ঘটনার সাথে সাথে গা ঢাকা দিয়েছেন। প্রাইম মুভারটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে থানা প্রাঙ্গনে রাখা হয়েছে।