Home শিক্ষা রাজশাহীতে পুলিশি অভিযানে ১১ জোড়া কপোত-কপোতী আটক

রাজশাহীতে পুলিশি অভিযানে ১১ জোড়া কপোত-কপোতী আটক

ছবি সংগৃহীত

আটকদের সবাই কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

রাজশাহী: নগরীর গণকপাড়ায় অবস্থিত হোটেল গ্রান্ডে অভিযান চালিয়ে ১১ জোড়া কপোত-কপোতীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক করা হয়েছে তাদেরকে। তারা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বুধবার দিবাগত রাত ১১ থেকে ২ টা পর্যন্ত ঐ হোটেলে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার আরজিনা খাতুনের নেতৃত্বে বোয়ালিয়া থানার ওসি হুমায়ুন কবিরের উপস্থিতিতে ওই হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি করে পুলিশ। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২২ জন তরুণ-তরুণী আটক করা হয়। আটককৃতদের সকলেই শিক্ষার্থী। এসি আরজিনা খাতুন জানান, গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়েছে। তবে, অভিযানে গেলে হোটেল ম্যানেজার কক্ষসমূহে তল্লাশি চালাতে দিতে রাজি হচ্ছিলেন না। এ পর্যায়ে পুলিশ অভিযান চালিয়ে ১১ যুবক ও ১১ যুবতীকে হাতেনাতে আটক করে। তাদের অধিকাংশ থাকে বিভিন্ন হোস্টেল ও মেসে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, আটককৃতরা হোটেলের কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কাজে লিপ্ত ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের কর্মচারিরা পালিয়ে গেছে। হোটেলের ম্যানেজারসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ২২ জনসহ সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

হোটেলটি তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর নির্বাচনী সমন্বয়ক আবুল বাশার সুজনের মালিকানাধীন ।